পরিচর্যার জন্য আমাদের অবশ্যই উদ্যোগ বজায় রাখতে হবে
১ সেই ১৯৯২ সাল থেকে প্রতি বছর, যিহোবার সাক্ষিরা উদ্যোগের সঙ্গে পৃথিবীব্যাপী রাজ্যের প্রচার ও শিষ্য তৈরির কাজে একশো কোটিরও বেশি ঘন্টা ব্যয় করেছে। আমরা কতই না আনন্দিত যে, এই ধরনের এক অপূর্ব সম্পাদনে আমাদের এক ক্ষুদ্র অংশ রয়েছে!—মথি ২৮:১৯, ২০.
২ অবশ্য, সমস্ত ধন্যবাদ ও প্রশংসা যিহোবারই প্রাপ্য, যিনি এই ‘বিষম সময়ে’ আমাদের পরিচর্যায় আমাদেরকে শক্তি জুগিয়েছেন। (২ তীম. ৩:১) এই গুরুত্বপূর্ণ কাজে আমরা যদি ক্রমাগত উদ্যোগের সঙ্গে অংশ নিতে চাই, তা হলে আমাদের কী করা দরকার?
৩ উদ্যোগের ভিত্তি: ঈশ্বর এবং প্রতিবেশীর প্রতি গভীর ভালবাসা ও সেইসঙ্গে আমাদের উৎসর্গীকরণের যোগ্যরূপে চলার আন্তরিক আকাঙ্ক্ষা, আমাদেরকে আমাদের রাজ্যের সেবায় অনুপ্রাণিত করে। (মথি ২২:৩৭-৩৯; ১ যোহন ৫:৩) ভালবাসা আমাদেরকে বিভিন্ন ত্যাগস্বীকার করতে পরিচালিত করে, যাতে করে আমরা প্রচার কাজে পূর্ণরূপে অংশ নিতে পারি।—লূক ৯:২৩.
৪ উদ্যোগ বজায় রাখার জন্য কাজ করুন: আমাদের বিপক্ষ দিয়াবল পরিচর্যায় আমাদের উদ্যোগকে ম্লান করে দিতে সর্বাত্মক চেষ্টা করে। আমাদের এলাকায় লোকেদের উদাসীনতা, এই জগতের বিভিন্ন বিক্ষেপ, রোজকার জীবনযাপনের বিভিন্ন চাপ এবং আমাদের নিজেদের স্বাস্থ্য ভেঙে পড়া সম্বন্ধে উদ্বিগ্নতা হল অনেক বিষয়ের মধ্যে মাত্র কয়েকটা, যেগুলোকে সে আমাদের নিরুৎসাহিত করার চেষ্টায় ব্যবহার করে।
৫ তাই, নিজেদের উদ্যোগকে সক্রিয় রাখার জন্য আমাদেরকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। ‘আমাদের প্রথম প্রেমকে’ বৃদ্ধি করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এর অন্তর্ভুক্ত হল, নিয়মিতভাবে ঈশ্বরের বাক্য বাইবেল পড়া ও তা নিয়ে ধ্যান করা এবং ‘বিশ্বস্ত ও বুদ্ধিমান্ দাসের’ সমস্ত আধ্যাত্মিক ব্যবস্থা থেকে উপকার লাভ করা।—প্রকা. ২:৪; মথি ২৪:৪৫; গীত. ১১৯:৯৭.
৬ বাইবেলের ভবিষ্যদ্বাণীগুলো যেমন স্পষ্টভাবে ইঙ্গিত দেয়, ভক্তিহীন লোকেদের ধ্বংস করার জন্য যিহোবার দিন দ্রুত এগিয়ে আসছে। (২ পিতর ২:৩; ৩:১০) এই বিষয়টা স্পষ্টভাবে মনে রেখে, আসুন আমরা পরিচর্যায় আমাদের উদ্যোগকে বজায় রাখার জন্য কঠোর পরিশ্রম করি এবং পৃথিবীব্যাপী রাজ্যের প্রচার ও শিষ্য তৈরির কাজে পূর্ণরূপে অংশ নিই, যা কিনা এখনই সম্পাদিত হচ্ছে!