“আত্মায় উত্তপ্ত হও”
১. কোন বৈশিষ্ট্য আমাদের প্রচার কাজকে চিহ্নিত করা উচিত?
১ আমাদের খ্রিস্টীয় সেবার কোনো দিকই নিশ্চল হওয়া উচিত নয়। বরং, আমাদেরকে “আত্মায় উত্তপ্ত” হতে ও “প্রভুর [“যিহোবার,” NW] দাসত্ব” করতে উৎসাহিত করা হয়েছে। (রোমীয় ১২:১১, ১২) কিন্তু, এমন অনেক বিষয় রয়েছে, যেগুলো পরিচর্যার প্রতি আমাদের উদ্যোগকে হ্রাস করে দিতে পারে। কীভাবে আমরা রাজ্যের পরিচর্যার জন্য আমাদের উদ্যোগ ও উদ্যমকে “উদ্দীপিত” করতে পারি?—২ তীম. ১:৬, ৭.
২. উদ্যোগী পরিচর্যার সঙ্গে ব্যক্তিগত বাইবেল অধ্যয়নের কী সম্পর্ক রয়েছে?
২ ব্যক্তিগত বাইবেল অধ্যয়ন: একজন ফলপ্রসূ রাজ্য প্রচারক হলেন তিনি, যিনি ঈশ্বরের ব্যবস্থা ভালোবাসেন এবং তাতে পাওয়া সত্যগুলোর দ্বারা গভীরভাবে প্রভাবিত হন। (গীত. ১১৯:৯৭) ব্যক্তিগত অধ্যয়নের সময়ে আমরা যখন বাইবেলের সম্পদগুলো খুঁজে পাই, তখন তা আমাদের হৃদয়কে অনুপ্রাণিত করে ও আমাদের উদ্যোগকে আরও বৃদ্ধি করে। এইরকম সত্যগুলোর জোগানদাতার প্রতি ভালোবাসা এবং অন্যদের কাছে সুসমাচার জানানোর ব্যাপারে আমাদের ইচ্ছা আমাদেরকে ঈশ্বরের প্রশংসা করতে ও জনসাধারণ্যে তাঁর নাম ঘোষণা করতে পরিচালিত করে। (ইব্রীয় ১৩:১৫) স্পষ্টতই, আন্তরিকভাবে সুসমাচার উপস্থাপন করা এর মূল্যের প্রতি আমাদের গভীর উপলব্ধিকে প্রতিফলিত করে।
৩. কীভাবে ঈশ্বরের আত্মা আমাদের পরিচর্যাকে প্রভাবিত করতে পারে?
৩ ঈশ্বরের আত্মার জন্য প্রার্থনা করুন: কোনো ফলপ্রসূ পরিচর্যা আমাদের নিজেদের শক্তিতে সম্পন্ন হয় না। অকৃত্রিম উদ্যোগ ঈশ্বরের আত্মাকে নির্বিঘ্নে কাজ করতে দেওয়া থেকে আসে। (১ পিতর ৪:১১) ‘সামর্থ্যের আধিক্যের’ উৎসের আরও নিকটবর্তী হওয়া আমাদেরকে নির্ভীকভাবে সাক্ষ্য দেওয়ার জন্য আধ্যাত্মিক শক্তি প্রদান করবে। (যিশা. ৪০:২৬, ২৯-৩১) প্রেরিত পৌল যখন পরিচর্যায় প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন, তখন তিনি ‘ঈশ্বর হইতে সাহায্য প্রাপ্ত হইয়াছিলেন।’ (প্রেরিত ২৬:২১, ২২) যিহোবার শক্তিশালী পবিত্র আত্মা আমাদেরকে পরিচর্যার ব্যাপারে উত্তপ্ত বা উদ্দীপিত হতে সাহায্য করতে পারে, তাই সেই আত্মা চেয়ে আমাদের প্রার্থনা করা উচিত।—লূক ১১:৯-১৩.
৪. উদ্যোগ কোন উত্তম ফলাফল নিয়ে আসতে পারে কিন্তু কোন সাবধানতা অবলম্বন করা উপযুক্ত?
৪ রাজ্যের প্রচার কাজের জন্য প্রচণ্ড উদ্যোগ থাকা, প্রায়ই সহখ্রিস্টানদের মধ্যে আরও বেশি উদ্যোগ জাগিয়ে তোলে। (২ করি. ৯:২) এলাকায়, ব্যক্তি বিশেষরা সম্ভবত সেই বার্তার প্রতি বেশি সাড়া দিয়ে থাকে, যা উদ্যম ও প্রত্যয়ের সঙ্গে উপস্থাপন করা হয়। কিন্তু, উদ্যোগের সঙ্গে সবসময় কৌশলতা, ‘ক্ষান্তশীলতা [‘যুক্তিবাদিতা,’ NW]’ ও মৃদুতা থাকবে। (তীত ৩:২) সবসময়, আমরা গৃহকর্তার প্রতি মার্যাদা দেখানোর চেষ্টা করি ও তার বেছে নেওয়ার স্বাধীনতাকে সম্মান করি।
৫. অনুপ্রাণিত কোন পরামর্শ আমাদের প্রয়োগ করার চেষ্টা করা উচিত?
৫ রাজ্য ঘোষক হিসেবে, আমরা যেন সবসময় ‘আত্মায় উত্তপ্ত হই।’ আসুন আমরা ব্যক্তিগত বাইবেল অধ্যয়ন ও যিনি আমাদেরকে শক্তিশালী পবিত্র আত্মা জোগান, সেই যিহোবার কাছে ঐকান্তিক প্রার্থনার মাধ্যমে উদ্যোগ বৃদ্ধি করি। এইভাবে, আমরা উদ্যোগের সঙ্গে “পবিত্র আত্মায় ও অতিশয় নিশ্চয়তায়” আমাদের পরিচর্যা সম্পন্ন করতে পারি।—১ থিষল. ১:৫.