ঘোষণাবলি
▪ নিম্নোক্ত মাসের জন্য সাহিত্য অর্পণ, মার্চ: বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য এক অধ্যবসায়ী প্রচেষ্টা করুন। এপ্রিল ও মে: প্রহরীদুর্গ পত্রিকা। যে-নতুন আগ্রহী ব্যক্তিরা স্মরণার্থ সভায় এবং বিশেষ বক্তৃতায় উপস্থিত হয়েছিল অথচ মণ্ডলীর সঙ্গে সক্রিয়ভাবে মেলামেশা করছে না, তাদের সঙ্গে সাক্ষাৎ করার বিশেষ প্রচেষ্টা করা হবে। এই ধরনের সাক্ষাতের উদ্দেশ্য হওয়া উচিত, সেই ব্যক্তিদের সঙ্গে বাইবেল অধ্যয়ন শুরু করা, যারা এখনও তা গ্রহণ করেনি। জুন: বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? গৃহকর্তাদের কাছে যদি ইতিমধ্যেই এই বইটি থেকে থাকে, তাহলে প্রকাশকরা ১৯২ পৃষ্ঠার যেকোনো বই, যা বিবর্ণ হয়ে গিয়েছে অথবা ১৯৯৫ সালের আগে ছাপানো যেকোনো বই অর্পণ করা যেতে পারে।
▪ প্রহরীদুর্গ এবং সচেতন থাক! (ইংরেজি) পত্রিকার নতুন সংখ্যাগুলো পাওয়ামাত্র সেগুলো প্রকাশকদের কাছে বিতরণ করতে হবে, যা তাদেরকে পত্রিকাগুলোকে ক্ষেত্রের পরিচর্যায় অর্পণ করার আগেই, সেগুলোর বিষয়বস্তুর সঙ্গে পরিচিত হতে সুযোগ দেবে।
▪ স্মরণার্থ সভা ২০১০ সালের ৩০ মার্চ, মঙ্গলবার অনুষ্ঠিত হবে। আপনাদের মণ্ডলীতে যদি সাধারণত মঙ্গলবারে সভা হয়ে থাকে, তাহলে সেই সভা সপ্তাহের অন্য কোনো দিনে করার প্রচেষ্টা করা উচিত। যখন অনেকগুলো মণ্ডলী একই কিংডম হল ব্যবহার করে এবং সভাগুলো রদবদল করা যায় না, তখন সভা বাতিল করা যেতে পারে। পরিচর্যা সভার যে-বিষয়গুলো নির্দিষ্টভাবে আপনাদের মণ্ডলীর জন্য প্রযোজ্য, সেগুলো অন্য কোনো পরিচর্যা সভায় অন্তর্ভুক্ত করা যেতে পারে।
▪ নতুন যে-প্রকাশনাগুলো পাওয়া যাচ্ছে:
“ঈশ্বরের প্রেমে আপনাদিগকে রক্ষা কর” —মারাঠি
যিহোবার উদ্দেশে গান গাও—শুধুমাত্র পঙ্ক্তি (৫৫টা গান) —নেপালি
▪ যে-প্রকাশনাগুলো আবার পাওয়া যাচ্ছে:
সমস্ত লোকের জন্য একটি পুস্তক —ইংরেজি, তেলুগু, মালায়ালাম, হিন্দি
আল্লাহ্র হেদায়েত—আমাদের জন্য ফিরদৌসে যাওয়ার রাস্তা —মালায়ালাম, হিন্দি
এক পরিতৃপ্তিদায়ক জীবন—যেভাবে তা অর্জন করা যায় —ইংরেজি, হিন্দি