৫ এপ্রিল সপ্তাহের তালিকা
৫ এপ্রিল থেকে যে-সপ্তাহ শুরু
❑ মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
fy পৃষ্ঠা ৫৫ (উপশিরোনাম) - ৫৯ (উপশিরোনাম)
❑ ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: ১ শমূয়েল ১৬-১৮
নং. ১: ১ শমূয়েল ১৮:১-১৬
নং. ২: মৃত্যু সম্বন্ধে সত্য জানা উপকারজনক (bh পৃষ্ঠা ৬৪ অনু. ১৫-পৃষ্ঠা ৬৫ অনু. ২০)
নং. ৩: কেন অতিথিসেবায় রত হবেন? (রোমীয় ১২:১৩)
❑ পরিচর্যা সভা:
৫ মিনিট: ঘোষণাবলি।
১০ মিনিট: গৃহকর্তা যদি বলেন যে, ‘আমি ঈশ্বরে বিশ্বাস করি না।’ ১৯৯৯ সালের ডিসেম্বর মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৮ পৃষ্ঠায় দেওয়া প্রবন্ধের ওপর ভিত্তি করে শ্রোতাদের সঙ্গে আলোচনা।
১০ মিনিট: স্থানীয় প্রয়োজন।
১০ মিনিট: যে-আগ্রহী ব্যক্তিরা স্মরণার্থ সভায় যোগদান করেছিল, তাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য পুনরায় ফিরে যান। বক্তৃতা। স্মরণার্থ সভায় কতজন উপস্থিত হয়েছিল তা উল্লেখ করুন ও এই সভার সঙ্গে সম্পর্কযুক্ত অভিজ্ঞতাগুলোর কথা বলুন। যে-আগ্রহী ব্যক্তিরা স্মরণার্থ সভায় যোগদান করেছিল, তাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য পুনরায় ফিরে যাওয়ার এবং একটা বাইবেল অধ্যয়ন শুরু করার লক্ষ্য রাখার জন্য সবাইকে উৎসাহিত করুন। এ ছাড়া তাদের, গৃহকর্তা ২০১০ সালের এপ্রিল থেকে জুন প্রহরীদুর্গ পত্রিকার বিশেষ সংখ্যাটির অতিরিক্ত কপি চান কি না তা জিজ্ঞেস করা এবং আসন্ন বিশেষ বক্তৃতার জন্য তাকে আমন্ত্রণ জানানো উচিত। এমন একটা নমুনা অন্তর্ভুক্ত করুন, যেখানে একজন আগ্রহী ব্যক্তিকে বিশেষ বক্তৃতায় আমন্ত্রণ জানানো হচ্ছে।