পরিচর্যায় এক উত্তম সহকারী হোন
১. পরিচর্যায় একজন সঙ্গীর সঙ্গে কাজ করার দ্বারা কোন উপকারগুলো লাভ করা যায়?
১ একবার, যিশু ৭০ জন শিষ্যকে প্রচার করার জন্য পাঠিয়েছিলেন এবং তিনি “দুই দুই জন করিয়া তাহাদিগকে প্রেরণ করিলেন।” (লূক ১০:১) কোনো সন্দেহ নেই যে, এই ব্যবস্থা প্রচার করার সময় তাঁর শিষ্যদের একে অপরকে সাহায্য এবং উৎসাহিত করতে সাহায্য করেছিল। পরিচর্যায় অন্য প্রকাশকের সঙ্গে কাজ করার সময় কীভাবে আমরা সাহায্যকারী হতে পারি?
২. আমাদের সঙ্গী যখন তার উপস্থাপনা তুলে ধরেন, তখন কীভাবে এবং কেন আমাদের শোনা উচিত?
২ শোনার দ্বারা: আপনার সঙ্গী যখন তার উপস্থাপনা তুলে ধরেন, তখন মনোযোগ দিয়ে তা শুনুন। (যাকোব ১:১৯) কোনো শাস্ত্রপদ পড়া হলে আপনার বাইবেলের সঙ্গে তা মিলিয়ে দেখুন। যিনি কথা বলছেন, তা আপনার সঙ্গী বা গৃহকর্তা যেই হোন, তার দিকে তাকান। আপনি যদি কথোপকথনের প্রতি গভীর মনোযোগ দেন, তাহলে তা হয়তো গৃহকর্তাকেও একই বিষয় করতে উৎসাহিত করতে পারে। একই সময়ে, কোনো সংবেদনশীল এলাকায় আপনার চারপাশে কী হচ্ছে সেইদিকে লক্ষ রাখার এবং সতর্ক থাকার দ্বারা আপনি হয়তো, যদি কোনো বিরোধী ব্যক্তি লোক জড়ো করেন, তাহলে আপনার সঙ্গীকে সতর্ক করে দিতে এবং আপনারা দুজনে অবিলম্বে সেই এলাকা থেকে চলে যেতে সমর্থ হবেন।
৩. কখন আমাদের সঙ্গী হয়তো চাইতে পারেন যে, আমরা যেন কথা বলি?
৩ কখন কথা বলা উচিত তা নির্ণয় করার দ্বারা: আমরা যখন এমন কারো সঙ্গে থাকি, যিনি তার উপস্থাপনা তুলে ধরছেন, তখন তাকে শ্রেষ্ঠ জ্ঞান করার দ্বারা আমরা তাকে সম্মান করি। (রোমায় ১২:১০) মাঝখানে আমাদের বাধা দেওয়া উচিত নয়। তিনি যা বলতে চেয়েছেন, তা যদি তিনি ভুলে যান কিংবা গৃহকর্তা যদি আপত্তি জানান বা কোনো প্রশ্ন জিজ্ঞেস করেন আর আমাদের সঙ্গী যদি সাহায্য চান, তাহলে আমরা অন্য একটা বিষয় শুরু না করে বরং আমাদের সঙ্গীর মন্তব্যগুলোর সঙ্গে কিছু কথা যোগ করার চেষ্টা করি। (হিতো. ১৬:২৩; উপ. ৩:১, ৭) আমরা যদি কথা বলি, তাহলে আমাদের কথা যেন যে-সাক্ষ্যদান করা হচ্ছে, সেটার সঙ্গে সংগতিপূর্ণ হয়।—১ করি. ১৪:৮.
৪. কী পরিচর্যায় আমাদের আনন্দ এবং সাফল্যে অবদান রাখবে?
৪ যখন দুজন দুজন করে, ৭০ জন শিষ্য প্রচার কাজ শেষ করেছিল, তখন তারা ‘আনন্দে ফিরিয়া আসিয়াছিল।’ (লূক ১০:১৭) আমরাও পরিচর্যায় আনন্দ ও সাফল্য লাভ করব, যখন আমরা পরিচর্যায় যাদের সঙ্গে কাজ করি, তাদেরকে সাহায্য করার সময় শুনি এবং কখন কথা বলতে হবে, তা নির্ণয় করি।