২৯ মার্চ সপ্তাহের তালিকা
২৯ মার্চ থেকে যে-সপ্তাহ শুরু
❑ মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
fy পৃষ্ঠা ৫১ - ৫৫ (উপশিরোনাম)
❑ ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: ১ শমূয়েল ১৪-১৫
নং. ১: ১ শমূয়েল ১৪:২৪-৩৫
নং. ২: যে-উপায়গুলোর মাধ্যমে আমরা যিহোবার নিকটবর্তী হতে পারি (যাকোব ৪:৮)
নং. ৩: যেকারণে মানুষ মারা যায় (bh পৃষ্ঠা ৬১ অনু. ৯-পৃষ্ঠা ৬৩ অনু. ১৪)
❑ পরিচর্যা সভা:
৫ মিনিট: ঘোষণাবলি।
১০ মিনিট: বাইবেল অধ্যয়ন শুরু করা। এমন একজন প্রকাশকের সাক্ষাৎকার নিন, যিনি বাইবেল অধ্যয়ন শুরু এবং পরিচালনা করতে সমর্থ হয়েছেন। এলাকাতে কোন ভূমিকাগুলো সফল বলে প্রমাণিত হয়েছে? পুনর্সাক্ষাৎ করার সময় কোন বিষয়গুলো তিনি স্মরণে রাখেন? তাকে এমন একটা ভূমিকার নমুনা দেখাতে বলুন, যেটাকে তিনি ব্যবহার করেন।
১০ মিনিট: সর্বকালের সবচেয়ে বড়ো অনুসন্ধানের কাজে অংশ গ্রহণ করুন! ২০০৭ সালের জানুয়ারি মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ইনসার্টের “যোগ্য ব্যক্তিদের অনুসন্ধান করা” নামক উপশিরোনামের অধীনে দেওয়া বিষয়বস্তুর ওপর ভিত্তি করে বক্তৃতা।
১০ মিনিট: “পরিচর্যায় এক উত্তম সহকারী হোন।” প্রশ্নোত্তর আলোচনা।