২২ মার্চ সপ্তাহের তালিকা
২২ মার্চ থেকে যে-সপ্তাহ শুরু
❑ মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
fy পৃষ্ঠা ৪৫ (উপশিরোনাম) - ৫০
❑ ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: ১ শমূয়েল ১০-১৩
নং. ১: ১ শমূয়েল ১০:১৭-২৭
নং. ২: মৃত্যু সম্বন্ধে যিশু যা বলেছিলেন (bh পৃষ্ঠা ৫৯ অনু. ৭-পৃষ্ঠা ৫৯ অনু. ৮)
নং. ৩: যে-কারণে বিবর্তনবাদ খ্রিস্ট ধর্মের সঙ্গে অসংগতিপূর্ণ
❑ পরিচর্যা সভা:
৫ মিনিট: ঘোষণাবলি। স্মরণার্থ সম্বন্ধে যেকোনো প্রয়োজনীয় চূড়ান্ত ঘোষণা অন্তর্ভুক্ত করুন।
১৫ মিনিট: এপ্রিল থেকে জুন প্রহরীদুর্গ পত্রিকার বিশেষ সংখ্যাটি অর্পণ করার জন্য প্রস্তুত হোন। এই সংখ্যার বিষয়বস্তু পুনরালোচনা করুন। শ্রোতাদের জিজ্ঞেস করুন যে, এটি অর্পণ করার জন্য তারা কোন প্রশ্ন আর শাস্ত্রপদ ব্যবহার করবে বলে পরিকল্পনা করেছে। এটি একমাত্র তাদের কাছেই অর্পণ করা উচিত, যাদের বাইবেলের প্রতি সম্মান রয়েছে। আপনার মণ্ডলীর এলাকার প্রত্যেকটা খ্রিস্টান বাড়িতে একটি কপি ছেড়ে আসার জন্য ব্যবস্থা করা উচিত। দুটো বিচক্ষণ উপস্থাপনার নমুনা দেখান।
১৫ মিনিট: যে-আগ্রহী ব্যক্তিরা স্মরণার্থ সভায় যোগদান করবে তাদের সাহায্য করুন। বাইবেল ছাত্র, নিষ্ক্রিয় প্রকাশক এবং অন্য অতিথিদের সাহায্য করার ক্ষেত্রে প্রকাশকদের ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে একজন প্রাচীনের বক্তৃতা। (২০০৮ সালের মার্চ মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৮ পৃষ্ঠা দেখুন।) একটা সংক্ষিপ্ত নমুনা অন্তর্ভুক্ত করুন। স্মরণার্থের বাইবেল পাঠের বিষয়ে সকলকে স্মরণ করিয়ে দিন।