ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৩/১০ পৃষ্ঠা ৩-৪
  • পরিচালকগোষ্ঠীর কাছ থেকে একটা চিঠি

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পরিচালকগোষ্ঠীর কাছ থেকে একটা চিঠি
  • ২০১০ আমাদের রাজ্যের পরিচর্যা
২০১০ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৩/১০ পৃষ্ঠা ৩-৪

পরিচালকগোষ্ঠীর কাছ থেকে একটা চিঠি

যিহোবার প্রিয় সহসাক্ষিরা:

নিখিলবিশ্বের সার্বভৌম প্রভু যিহোবার নাম বহনকারী হিসেবে আমরা কী এক বিশেষ সুযোগপ্রাপ্ত লোক! এই নাম অনন্তকালীন, অবিনশ্বর এবং অতুলনীয়। ‘সদাপ্রভুই [“যিহোবাই,” NW]’ আমাদেরকে তাঁর নাম বহন করার সুযোগ দিয়েছেন আর বিশেষ করে ১৯৩১ সাল থেকে আমরা এই অদ্বিতীয় নামের দ্বারা শনাক্তিকৃত হয়েছি। (যিশা. ৪৩:১০) নিজেদের যিহোবার সাক্ষি হিসেবে শনাক্ত করতে পেরে আমরা গর্বিত।

দিয়াবল ঈশ্বরের নামকে মুছে ফেলার জন্য অবিরতভাবে চেষ্টা করে যাচ্ছে। তার নিয়ন্ত্রণাধীনে, জাতিগুলো যিহোবার নামকে অবজ্ঞা করে। মিথ্যা ধর্মের বিশ্ব সাম্রাজ্য মহতী বাবিল, ঐশিক নামকে ঘৃণা করে এবং বাইবেলের অনেক অনুবাদ থেকে এই নামকে সরিয়ে দিয়েছে। এর বিপরীতে, যিশু তাঁর পিতার নামকে উচ্চীকৃত করেছেন, তাঁর অনুসারীদেরকে শেখানো আদর্শ প্রার্থনায় এটিকে সবচেয়ে প্রথমে রেখেছেন। তিনি বলেছিলেন: “অতএব তোমরা এই মত প্রার্থনা করিও; হে আমাদের স্বর্গস্থ পিতঃ, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হউক।” (মথি ৬:৯) পরে, পিতার কাছে আন্তরিক প্রার্থনায় তিনি বলেছিলেন: “জগতের মধ্য হইতে তুমি আমাকে যে লোকদের দিয়াছ, আমি তাহাদের কাছে তোমার নাম প্রকাশ করিয়াছি।” (যোহন ১৭:৬) যিশুর উত্তম উদাহরণ অনুসরণ করে আমরা যিহোবার নাম পৃথিবীব্যাপী ঘোষণা করার জন্য আগের চেয়ে আরও বেশি দৃঢ়সংকল্পবদ্ধ।

২০০৯ সালের বার্ষিক শাস্ত্রপদ ছিল, ‘সুসমাচারের পক্ষে পুঙ্খানুপুঙ্খ সাক্ষ্য দিন’ আর এটি আমাদের পরিচর্যা পূর্ণরূপে সম্পাদন করতে অনুপ্রাণিত করেছে। (প্রেরিত ২০:২৪, NW) নিঃসন্দেহে, যিহোবা গত পরিচর্যা বছরে আমাদের প্রচেষ্টায় প্রচুর আশীর্বাদ করেছেন। যিহোবার নামের গৌরব ও সম্মানার্থে পৃথিবীব্যাপী ব্যাপক সাক্ষ্য প্রদান করা হয়েছে। ৭৩,১৩,১৭৩ জন প্রকাশকের এক নতুন শীর্ষ সংখ্যা একযোগে সকলের কাছে প্রচার করেছে এবং সেই সৎহৃদয়ের লোকেদেরকে শিক্ষা দিয়েছে, যারা বিভিন্ন সমস্যার সমাধান খুঁজছে, যেগুলোর মুখোমুখি তারা প্রতিদিন হয়ে থাকে। খ্রিস্টের মৃত্যুর স্মরণার্থ দিবসে ১,৮১,৬৮,৩২৩ জন ব্যক্তির উপস্থিতি এই সম্ভাবনা তুলে ধরে যে, এই দুষ্ট বিধিব্যবস্থার শেষ আসার আগে এখনও লক্ষ লক্ষ ব্যক্তি যিহোবার নামে ডাকবে।

যিহোবা যতদিন অনুমোদন করেন, ততদিন আমরা আমাদের এলাকার লোকেদের কাছে পৌঁছানোর জন্য সম্ভাব্য প্রত্যেকটা উপায় ব্যবহার করে উদ্যোগের সঙ্গে রাজ্যের সুসমাচার প্রচার করে যাব। (মথি ২৪:১৪; মার্ক ১৩:১০) ঘরে ঘরে, রাস্তায় রাস্তায়, চিঠি লিখে এবং টেলিফোনে সাক্ষ্য দিয়ে কিংবা রীতিবহির্ভূতভাবে, যেকোনোভাবেই হোক না কেন, আমরা যেন যত বেশি লোককে সম্ভব যিহোবার নাম ও তাঁর উদ্দেশ্য সম্বন্ধে জানানোর জন্য প্রচেষ্টা করি।

আমাদের এটা বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে যে, যিহোবা তাঁর নামকে পবিত্র করার জন্য শীঘ্র পদক্ষেপ নেবেন। (যিহি. ৩৬:২৩) সেই সময় খুব দ্রুত এগিয়ে আসছে, যখন এই নামের সমস্ত অবমাননাকারীকে চুপ করিয়ে দেওয়া হবে। এটা যিহোবার সমস্ত অনুগত দাসের জন্য কতই না গৌরবময় এক দিন হবে, যারা যিহোবার নামকে জানিয়েছে এবং তাঁর সার্বভৌমত্বকে উচ্চীকৃত করেছে!

যিহোবার লোকেদের জন্য তাঁর প্রেমময় যত্ন ২০০৯ সালে পৃথিবীব্যাপী অনুষ্ঠিত “জেগে থাকুন!” জেলা ও আন্তর্জাতিক সম্মেলনগুলোতে স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে। এই সম্মেলনগুলো আমাদের ঈশতান্ত্রিক ইতিহাসে এক মাইলফলক হিসেবে প্রমাণিত হয়েছে, যিহোবার দিনের জন্য জেগে থাকার প্রয়োজনীয়তার বিষয়ে আরও সতর্ক থাকতে আমাদের উদ্দীপিত করেছে।—মার্ক ১৩:৩৭; ১ থিষল. ৫:১, ২, ৪.

সত্যিই, যিহোবা আমাদের প্রতি মঙ্গলময়; তিনি আমাদের হৃদয় আনন্দে পূর্ণ করেন। তিনি তৃণভূষিত চরাণীতে আমাদের শয়ন করান এবং বিশ্রাম-জলের ধারে আমাদের চালান।—গীত. ২৩:১, ২; ১০০:২, ৫.

সামনের মাসগুলোতে রাজ্যের কাজে ব্যস্ত থাকার সময় আপনাদের ওপর যিহোবার ক্রমাগত আশীর্বাদ থাকবে!

বিশ্বব্যাপী আমাদের ভ্রাতৃবর্গের প্রতি উষ্ণ খ্রিস্টীয় ভালোবাসা রইল,

আপনাদের ভাইয়েরা,

যিহোবার সাক্ষিদের পরিচালকগোষ্ঠী

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার