ঘোষণাবলি
▪ নিম্নোক্ত মাসের জন্য সাহিত্য অর্পণ, এপ্রিল ও মে: প্রহরীদুর্গ পত্রিকা। যে-নতুন আগ্রহী ব্যক্তিরা স্মরণার্থ সভায় এবং বিশেষ বক্তৃতায় উপস্থিত হয়েছিল অথচ মণ্ডলীর সঙ্গে সক্রিয়ভাবে মেলামেশা করছে না, তাদের সঙ্গে সাক্ষাৎ করার বিশেষ প্রচেষ্টা করা হবে। এই ধরনের সাক্ষাতের উদ্দেশ্য হওয়া উচিত, সেই ব্যক্তিদের সঙ্গে বাইবেল অধ্যয়ন শুরু করা, যারা এখনও তা গ্রহণ করেনি। জুন: বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? গৃহকর্তাদের কাছে যদি ইতিমধ্যেই এই বইটি থেকে থাকে, তাহলে প্রকাশকরা ১৯২ পৃষ্ঠার যেকোনো বই, যা বিবর্ণ হয়ে গিয়েছে অথবা ১৯৯৫ সালের আগে ছাপানো যেকোনো বই অর্পণ করতে পারে। জুলাই ও আগস্ট: বাইবেল—এই বইয়ে কোন বার্তা রয়েছে? ব্রোশারটি ছাড়া ৩২ পৃষ্ঠার প্রাপ্তিসাধ্য যেকোনো ব্রোশার ব্যবহার করা যেতে পারে।
▪ জেলা সম্মেলন, সীমা সম্মেলন এবং বিশেষ সম্মেলন দিনের সপ্তাহগুলোতে মণ্ডলীতে, মণ্ডলীর বাইবেল অধ্যয়ন, ঐশিক পরিচর্যা বিদ্যালয় ও পরিচর্যা সভা হবে না। এই কারণে, এই তিনটি সভার বিষয়বস্তু ব্যক্তিগতভাবে, যেমন আপনার পারিবারিক উপাসনার সন্ধ্যার সময়ে বিবেচনা করার জন্য আমরা সবাইকে উৎসাহিত করছি।
▪ ২০১০ সালের স্মরণার্থ মরসুমের জন্য বিশেষ বক্তৃতাটির শিরোনাম হল, “প্রকৃত শান্তি ও নিরাপত্তা—কখন?”
▪ নতুন যে-প্রকাশনাগুলো পাওয়া যাচ্ছে:
ওয়াচ টাওয়ার পাবলিকেশনস্ ইনডেক্স ২০০৮ —আমেরিকান সাংকেতিক ভাষা
বাইবেল—এই বইয়ে কোন বার্তা রয়েছে? —উর্দু
▪ যে-প্রকাশনাগুলো আবার পাওয়া যাচ্ছে:
সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন —ইংরেজি, তামিল, তেলুগু, মালায়ালাম, হিন্দি
যুবক-যুবতীদের জিজ্ঞাস্য—যে-উত্তরগুলো কাজ করে —ইংরেজি, নেপালি, মালায়ালাম, হিন্দি
একমাত্র সত্য ঈশ্বরের উপাসনা করুন —নেপালি
সমস্ত লোকের জন্য একটি পুস্তক —নেপালি
এক পরিতৃপ্তিদায়ক জীবন—যেভাবে তা অর্জন করা যায় —তেলুগু, মারাঠি, মালায়ালাম
যিহোবার সাক্ষিরা—তারা কারা? —কান্নাড়া, মিজো, হিন্দি
জীবনের উদ্দেশ্য কী—আপনি কিভাবে তা পেতে পারেন? —কান্নাড়া