‘মন্দ সময়ে’ পরিচর্যার জন্য প্রশিক্ষিত
১ আমরা কি এই “অসময়ে [‘মন্দ সময়ে,’ বাংলা ইজি-টু-রিড ভারসন]” যোগ্য ব্যক্তিদের অনুসন্ধান করার জন্য আমাদেরকে প্রশিক্ষণ দিতে বিশেষভাবে প্রস্তুতকৃত আমাদের রাজ্যের পরিচর্যা-র পূর্বের সংখ্যাগুলোতে দেওয়া সময়োপযোগী নির্দেশনাগুলোকে উপলব্ধি করিনি? (২ তীম. ৪:২) আপনি কি এগুলোর কোনো একটা ব্যবহার করেছেন? আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে যে, আমরা যেন বাইবেল থেকে সুসমাচার শোনার অথবা প্রত্যাখ্যান করার বিষয়ে প্রত্যেক গৃহকর্তার অধিকারের প্রতি সম্মান দেখাই। এটা বুদ্ধিমানের কাজ কারণ আমরা কোনো আমন্ত্রণ ছাড়াই ভিন্ন বিশ্বাসের লোকেদের সঙ্গে সাক্ষাৎ করে থাকি। আমাদের উপস্থাপনা তুলে ধরার আগে, প্রথমে আমরা নির্ধারণ করি যে, গৃহকর্তা আমাদের কথা শুনতে চান কি না। এভাবে আমরা তাকে বুঝতে সাহায্য করি যে, আমরা তার ইচ্ছার প্রতি সম্মান দেখাই।
২ সতর্ক, বিচক্ষণ ও কৌশলী হওয়ার দ্বারা আমরা সমস্যাকে এড়ানোর জন্য যা সম্ভব তা করে থাকি। কৌশলী হওয়ার সঙ্গে, যা বলার দরকার নেই সদয়ভাবে তা স্বীকার করা জড়িত। (যোহন ১৬:১২) আমরা যেমন অবগত রয়েছি, আমরা অন্যদের জোর করে কিংবা লোভ দেখিয়ে ধর্মান্তরিত করার চেষ্টা করে কোনো ধর্মযুদ্ধ চালিয়ে যাই না। খ্রিস্টের শিষ্যরা শান্তি ও সান্ত্বনার এক বার্তা বহন করে। কিন্তু এলাকার প্রত্যেকেই এটাকে গ্রহণ করতে চায় না অথবা আমাদের ভালো উদ্দেশ্যকে বোঝে না। তাই, খ্রিস্টানদেরকে তাদের ‘তাড়নাকারীদের’ অথবা উত্তেজিত ব্যক্তির কাছ থেকে ‘পলায়ন করিতে’ হবে। (মথি ১০:২৩; প্রেরিত ১৪:৫-৭) সাম্প্রতিক মাসগুলোতে বিরোধিতার মুখোমুখি হয়েছে এমন এলাকাগুলোতে ভাই-বোনেরা তা করেছে এবং সাড়া দেয় এমন ব্যক্তিদের ওপর তাদের প্রচেষ্টাকে কেন্দ্রীভূত করেছে। তারা কার্যকারী ফলাফল লাভ করেছে। কিন্তু, আমাদের মনে রাখা প্রয়োজন যে, যে-লোকেরা আগে আমাদের বিরোধিতা করেছিল, তারা বিভিন্ন কারণে পরবর্তীকালে সাড়া দিতে পারে।
৩ প্রাচীনরা যখন মণ্ডলীর এলাকায় ধর্মীয় সংবেদনশীলতার সঙ্গে মোকাবিলা করা সম্বন্ধীয় প্রকাশিত পরামর্শগুলোকে মাঝে মাঝে মনে করিয়ে দেয়, তখন ভাই-বোনেরা সেটাকে খুবই উপলব্ধি করে। (২ পিতর ৩:১, ২) সভার অংশগুলোতে এবং পরিচর্যায় দলকে কার্যভার দেওয়ার আগে যেখানেই উপযুক্ত, ২০০৮ সালের আমাদের রাজ্যের পরিচর্যা-র জানুয়ারি থেকে মে ও আগস্ট মাসের সংখ্যার প্রবন্ধগুলো থেকে কখনো কখনো কিছু বিষয় উল্লেখ করা যেতে পারে। এটা সকলকে পুরোনো পদ্ধতিগুলোকে ও যে-অভিব্যক্তিগুলোকে পরিচর্যায় ভুল বোঝা হতে পারে, সেগুলোকে পরিত্যাগ করতে আর যে-নতুন ব্যবস্থাদি করা হয়েছে, সেগুলোর বশীভূত থেকে কাজ করতে সাহায্য করে। যখন নির্দেশনাগুলোকে ক্রমাগতভাবে তাদের সামনে তুলে ধরা হয়, তখন জনসাধারণ্যের স্থানগুলোতে একত্রিত হওয়া ক্ষেত্রের পরিচর্যার দলগুলোকে জোরে জোরে কথা বলার অথবা অযথা মনোযোগ আকর্ষণ করা এড়িয়ে চলার ব্যাপারে আরও বেশি সতর্ক থাকতে হবে।
৪ সর্বোপরি, আমাদের প্রত্যেককেই সমস্যার মুখোমুখি হওয়ার আগে, প্রতিদিন ঈশ্বরের বাক্য অধ্যয়ন এবং প্রার্থনা করার দ্বারা আমাদের হৃদয়কে সুস্থির বা প্রস্তুত করা উচিত। আমাদের এমন বিশ্বাস থাকতে হবে যা জীবন্ত ও যা আমাদের সাহসী পদক্ষেপ নিতে পরিচালিত করতে পারে। (ইষ্রা ৭:১০; গীত. ৭৮:৮; যাকোব ২:১৭; w০৯ ৯/১৫, পৃষ্ঠা ১২-১৫ দেখুন।) যিহোবার ওপর আমাদের নির্ভরতা আমাদেরকে জনতার দ্বারা পরিবেষ্টিত অবস্থায় শান্ত থাকতে এবং পুলিশ কর্মকর্তাদের কাছে আমাদের কাজের বিষয়ে সম্মানপূর্বক ব্যাখ্যা করতে সমর্থ করবে।
৫ আপনি যদি কোনো একসময়ে ভয়ের কাছে নতিস্বীকার করে থাকেন এবং পরিচর্যায় ধীর হয়ে পড়েন, তাহলে নিরুৎসাহিত হবেন না। স্মরণ করুন যে, যিশুর মৃত্যুর পরে প্রেরিতরা সকলেই কিছু সময়ের জন্য প্রচার করা বন্ধ করে দিয়েছিল কিন্তু শীঘ্র তারা আবারও সক্রিয় হয়ে উঠেছিল। (মথি ২৬:৫৬; প্রেরিত ৫:২৮) প্রেরিত ১৮:৯, ১০ পদে লিপিবদ্ধ যিশুর আশ্বাসটি আমাদের মনে রাখা উচিত, বিশেষ করে যখন আমাদের বার্তাকে প্রত্যাখ্যান করা হয়। সুসমাচার সম্বন্ধে বলে চলার জন্য সাহস চেয়ে যিহোবার কাছে প্রার্থনা করুন। (প্রেরিত ৪:২৯) আপনার শ্রোতাদের হৃদয় স্পর্শ করে এমন উপায়গুলো খুঁজুন। কখনো ভুলে যাবেন না যে, যিহোবা হৃদয় পড়েন এবং সৎহৃদয়ের লোকেদেরকে নিজের প্রতি আকর্ষণ করেন।—১ শমূ. ১৬:৭; যোহন ৬:৪৪.