ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৫/১০ পৃষ্ঠা ৪
  • খ্রিস্টান পরিচারকদের প্রার্থনা করার প্রয়োজন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • খ্রিস্টান পরিচারকদের প্রার্থনা করার প্রয়োজন
  • ২০১০ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • প্রার্থনায় ঈশ্বরের নিকটবর্তী হওয়া
    ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান?
  • প্রার্থনার মাধ্যমে আপনি ঈশ্বরের নিকটবর্তী হতে পারেন
    চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
  • “একজন অন্যজনের নিমিত্ত প্রার্থনা কর”
    ১৯৯১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • প্রার্থনা করার বিশেষ সুযোগকে মূল্যবান হিসেবে দেখুন
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২২
আরও দেখুন
২০১০ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৫/১০ পৃষ্ঠা ৪

খ্রিস্টান পরিচারকদের প্রার্থনা করার প্রয়োজন

১. আমাদের পরিচর্যাকে সম্পাদন করার জন্য কী প্রয়োজন?

১ আমরা নিজেরা পরিচর্যা সম্পাদন করতে পারি না। এই কাজ করার জন্য যিহোবা আমাদের শক্তি দেন। (ফিলি. ৪:১৩) মেষতুল্য ব্যক্তিদের খোঁজার ব্যাপারে আমাদেরকে সাহায্য করার জন্য তিনি তাঁর দূতদের ব্যবহার করেন। (প্রকা. ১৪:৬, ৭) আমরা সত্যের যে-বীজকে রোপণ করি ও জল সেচন করি, যিহোবাই সেটাকে বৃদ্ধি করেন। (১ করি. ৩:৬, ৯) খ্রিস্টান পরিচারকদের প্রার্থনার মাধ্যমে আমাদের স্বর্গীয় পিতার ওপর নির্ভর করা কতই না গুরুত্বপূর্ণ!

২. কয়েকটা বিষয় কী যেগুলোর জন্য প্রার্থনা করতে হবে?

২ আমাদের নিজেদের জন্য: প্রচার করার প্রতিটা উপলক্ষ্যে আমাদের প্রার্থনা করা উচিত। (ইফি. ৬:১৮) কয়েকটা বিষয় কী যেগুলোর জন্য প্রার্থনা করতে হবে? আমাদের এলাকা সম্বন্ধে এক ইতিবাচক মনোভাবের ও সাহসের জন্য আমরা প্রার্থনা করতে পারি। (প্রেরিত ৪:২৯) যাদের সঙ্গে আমরা হয়তো বাইবেল অধ্যয়ন করতে পারি এমন সৎহৃদয়ের ব্যক্তিদের প্রতি আমাদেরকে পরিচালিত করার জন্য আমরা যিহোবার কাছে প্রার্থনা করতে পারি। গৃহকর্তা যদি আমাদেরকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করেন, তাহলে উপযুক্ত উত্তর দিতে আমাদেরকে সাহায্য করার জন্য আমরা যিহোবার কাছে নীরবে এক সংক্ষিপ্ত প্রার্থনা করতে পারি। (নহি. ২:৪) বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্যে সাক্ষ্যদান করে চলার সময় আমরা বিচক্ষণতা এবং সাহসের জন্য প্রার্থনা করতে পারি। (মথি ১০:১৬; প্রেরিত ৪:২৯) এ ছাড়া, আমরা হয়তো পরিচর্যাকে আমাদের অগ্রাধিকারে রাখার জন্য জ্ঞান বা প্রজ্ঞা চেয়েও প্রার্থনা করতে পারি। (যাকোব ১:৫) অধিকন্তু, আমরা যখন তাঁর পরিচারক হওয়ার বিশেষ সুযোগের জন্য কৃতজ্ঞতার অভিব্যক্তিগুলো অন্তর্ভুক্ত করি, তখন যিহোবা তাতে খুশি হন।—কল. ৩:১৫.

৩. কীভাবে অন্যদের জন্য প্রার্থনা করা প্রচার কাজকে এগিয়ে নিয়ে যায়?

৩ অন্যদের জন্য: এ ছাড়া এমনকী যখন উপযুক্ত, তখন সহপরিচারকদের নাম উল্লেখ করে আমাদের ‘এক জন অন্য জনের নিমিত্ত প্রার্থনা করা’ উচিত। (যাকোব ৫:১৬; প্রেরিত ১২:৫) খারাপ স্বাস্থ্য কি প্রচার কাজে আপনি যা করতে পারেন, সেটাকে সীমিত করে দেয়? তাহলে সেই সহপরিচারকদের জন্য প্রার্থনা করুন যাদের স্বাস্থ্য ভালো। তাদের জন্য করা আপনার প্রার্থনার শক্তিকে কখনোই হালকা করে নেবেন না! এ ছাড়া, প্রচার কাজের প্রতি কর্তৃপক্ষরা যাতে অনুকূল মনোভাব দেখায় তার জন্যও প্রার্থনা করা উপযুক্ত, যাতে আমাদের ভাইবোনেরা ‘নিরুদ্বেগ ও প্রশান্ত জীবন যাপন করিতে পারে।’—১ তীম. ২:১, ২.

৪. কেন আমাদের প্রার্থনায় নিবিষ্ট থাকা উচিত?

৪ সমুদয় জগতে সুসমাচার ঘোষণা করা এক কঠিন কার্যভার। আমরা যদি ‘প্রার্থনায় নিবিষ্ট থাকি,’ তাহলে যিহোবার সাহায্যে আমরা এই কাজ সম্পাদন করব।—রোমীয় ১২:১২.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার