২৪ মে সপ্তাহের তালিকা
২৪ মে থেকে যে-সপ্তাহ শুরু
❑ মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
fy পৃষ্ঠা ৮২ (উপশিরোনাম) - ৮৭ (উপশিরোনাম)
❑ ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: ২ শমূয়েল ১৩-১৫
নং. ১: ২ শমূয়েল ১৩:২৩-৩৩
নং. ২: বিচার-দিন—এটা কী? (bh পরি. পৃষ্ঠা ২১৩-২১৫)
নং. ৩: যে-কারণে জগৎকে আমাদের পূর্ণমাত্রায় ভোগ করা উচিত নয় (১ করি. ৭:৩১)
❑ পরিচর্যা সভা:
৫ মিনিট: ঘোষণাবলি।
১০ মিনিট: জুন মাসে প্রহরীদুর্গ পত্রিকা অর্পণ করার জন্য প্রস্তুত হোন। শ্রোতাদের সঙ্গে আলোচনা। পত্রিকার বিষয়বস্তু পুনরালোচনা করার জন্য দু-এক মিনিট সময় নিন। এরপর দুটো বা তিনটে প্রবন্ধ বেছে নিন এবং কোনো উপস্থাপনায় ব্যবহার করা যেতে পারে এমন প্রশ্ন ও শাস্ত্রপদগুলোর বিষয়ে প্রস্তাব দিতে শ্রোতাদেরকে আমন্ত্রণ জানান। কীভাবে পত্রিকাটি অর্পণ করা যেতে পারে, সেই বিষয়ে নমুনা দেখান।
১০ মিনিট: এক পরিষ্কার-পরিচ্ছন্ন কিংডম হল যিহোবার সম্মান নিয়ে আসে। একজন প্রাচীনের দ্বারা বক্তৃতা। যিহোবা হলেন একজন পবিত্র ঈশ্বর, তাই তাঁর লোকেদের মাঝে শারীরিক পরিষ্কার-পরিচ্ছন্নতা অগ্রাধিকার পাওয়া উচিত। (যাত্রা. ৩০:১৭-২১; ৪০:৩০-৩২) আমাদের উপাসনার স্থানকে পরিষ্কার-পরিচ্ছন্ন এবং ভালো অবস্থায় রাখার দ্বারা আমরা যিহোবার গৌরব নিয়ে আসি। (১ পিতর ২:১২) এমন একজন ভাইয়ের সাক্ষাৎকার নিন যিনি স্থানীয় ব্যবস্থাদি সম্বন্ধীয় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণের ব্যাপারে পরিচালনা দিয়ে থাকেন। কীভাবে কিংডম হলের মনোরম বাহ্যিক রূপ এলাকায় সাক্ষ্যদান করেছিল, তা দেখিয়ে স্থানীয় অথবা প্রকাশিত কয়েকটা অভিজ্ঞতার কথা বর্ণনা করুন। কিংডম হলকে ভালো অবস্থায় রাখার ব্যাপারে অংশগ্রহণ করতে সকলকে উৎসাহিত করুন।
১০ মিনিট: “‘এই সুসমাচার প্রচার করা যাইবে’!” প্রশ্নোত্তর আলোচনা।