‘এই সুসমাচার প্রচার করা যাইবে’!
১. কীভাবে আমরা জানি যে, কোনো কিছুই প্রচার কাজকে থামাতে পারবে না?
১ তাঁর ইচ্ছা সম্পাদন করা থেকে একেবারে কোনো কিছুই যিহোবাকে থামাতে পারবে না। (যিশা. ১৪:২৪) যদিও মনে হয়েছিল যে, বিচারক গিদিয়োন ও তার ৩০০ জন লোকের পক্ষে ১,৩৫,০০০ জন মিদিয়নীয় সৈন্যের বিরুদ্ধে জয়লাভ করা অসম্ভব কিন্তু যিহোবা গিদিয়োনকে বলেছিলেন: “তুমি . . . মিদিয়নের হস্ত হইতে ইস্রায়েলকে নিস্তার কর; আমি কি তোমাকে প্রেরণ করি নাই?” (বিচার. ৬:১৪) আজকে কোন কাজে যিহোবার সমর্থন রয়েছে? যিশু বলেছিলেন: “রাজ্যের এই সুসমাচার সমুদয় জগতে প্রচার করা যাইবে।” (মথি ২৪:১৪) এই কাজ সম্পাদিত হওয়াকে কেউ-ই থামাতে পারবে না!
২. কেন আমরা আশা করতে পারি যে, যিহোবা পরিচর্যায় আমাদেরকে ব্যক্তিগতভাবে সাহায্য করবেন?
২ যিহোবা আমাদেরকে ব্যক্তিগতভাবে সাহায্য করেন: যদিও আমরা আস্থা রাখতে পারি যে, যিহোবা তাঁর সাক্ষিদেরকে দলগতভাবে সফল করবেন, তবুও আমরা কি আশা করতে পারি যে, যিহোবা আমাদেরকে ব্যক্তিগতভাবে সাহায্য করবেন? প্রয়োজনের সময়ে প্রেরিত পৌল, যিহোবার পুত্র যিশুর মাধ্যমে যিহোবার ব্যক্তিগত সমর্থন অনুভব করেছিলেন। (২ তীম. ৪:১৭) আমরা সাহস প্রাপ্ত হতে বা আস্থা রাখতে পারি যে, তাঁর ইচ্ছা সম্পাদন করার জন্য একইভাবে যিহোবা আমাদের ব্যক্তিগত প্রচেষ্টাকে আশীর্বাদ করবেন।—১ যোহন ৫:১৪.
৩. কোন কোন পরিস্থিতিতে যিহোবা আমাদেরকে সাহায্য করেন?
৩ জীবনের দৈনন্দিন উদ্বেগগুলোর কারণে পরিচর্যার জন্য কি আপনার সামান্যই শক্তি থাকে? “তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন।” (যিশা. ৪০:২৯-৩১) আপনি কি তাড়না বা বিরোধিতার মুখোমুখি হচ্ছেন? “তুমি সদাপ্রভুতে আপনার ভার অর্পণ কর; তিনিই তোমাকে ধরিয়া রাখিবেন।” (গীত. ৫৫:২২) আপনি কি কখনো কখনো আস্থা হারান? “তুমি যাও; আমি তোমার মুখের সহবর্ত্তী হইব।” (যাত্রা. ৪:১১, ১২) আপনার কি স্বাস্থ্য সংক্রান্ত এমন সমস্যা রয়েছে যা পরিচর্যায় আপনার অংশগ্রহণকে সীমিত করে? যত সামান্যই হোক না কেন, যিহোবা আপনার সর্বান্তকরণ প্রচেষ্টাকে মূল্যবান বলে গণ্য করেন এবং সেটাকে ব্যবহার করতে পারেন।—১ করি. ৩:৬, ৯.
৪. কীভাবে যিহোবার ওপর আস্থা রাখা আমাদেরকে প্রভাবিত করবে?
৪ যিহোবার হস্ত “বিস্তারিত হইয়াছে, কে তাহা ফিরাইবে?” (যিশা. ১৪:২৭) আমাদের পরিচর্যায় যিহোবার আশীর্বাদের বিষয়ে আস্থা রেখে, আমরা যেন ক্ষান্ত না হয়ে “প্রভুর [“যিহোবার,” NW] উপরে সাহস বাঁধিয়া” কৌশলে ক্রমাগতভাবে প্রচার করে চলি।—প্রেরিত ১৪:৩.