৩১ মে সপ্তাহের তালিকা
৩১ মে থেকে যে-সপ্তাহ শুরু
❑ মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
fy পৃষ্ঠা ৮৭ (উপশিরোনাম) - ৮৯
❑ ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: ২ শমূয়েল ১৬-১৮
নং. ১: ২ শমূয়েল ১৭:১-১৩
নং. ২: যে-কারণে যিশুকে “বিশ্রামবারের কর্ত্তা” বলা হয় (মথি ১২:৮)
নং. ৩: স্বর্গীয় পুনরুত্থান (bh পৃষ্ঠা ৭৩ অনু. ২১-পৃষ্ঠা ৭৪ অনু. ২৫)
❑ পরিচর্যা সভা:
৫ মিনিট: ঘোষণাবলি।
১০ মিনিট: “লোকেদের সঙ্গে আমরা যেভাবে বাইবেল অধ্যয়ন করি, আপনি কি সেটার নমুনা প্রদর্শন করে দেখিয়েছেন?” বক্তৃতা। প্রবন্ধে দেওয়া পরামর্শকে ব্যাখ্যা করার পর, সেটার নমুনা প্রদর্শন করে দেখান।
২০ মিনিট: “যেভাবে নতুন ব্যক্তিদের প্রচার করতে প্রশিক্ষণ দেওয়া যায়।” প্রশ্নোত্তর আলোচনা। অনুচ্ছেদ ৫ বিবেচনা করার পর, একজন প্রাচীন একজন নতুন প্রকাশকের সঙ্গে কাজ করছেন, তা দেখিয়ে একটা নমুনা প্রদর্শন করুন। নতুন প্রকাশক তার উপস্থাপনা তুলে ধরেন কিন্তু কোনো শাস্ত্রপদ পড়ার চেষ্টা করেন না। তারা ঘরটা ছেড়ে আসার পর, প্রাচীন সেই নতুন ব্যক্তিকে বিচক্ষণতার সঙ্গে ঘরে বাইবেল ব্যবহার করার জন্য উৎসাহিত করে কৌশলে ও সদয়ভাবে পরামর্শ দেন।