ক্ষেত্রের পরিচর্যার লক্ষণীয় বিষয়গুলো
মে ২০১০
মে মাসে আমরা ৩,০১৫ জন নিয়মিত অগ্রগামীর এক শীর্ষ সংখ্যায় পৌঁছেছিলাম। সেই মাসে ভারতের বিভিন্ন অংশে প্রচণ্ড গরম পড়া সত্ত্বেও, মোট ৩২,৩৭৪ জন প্রকাশক পরিচর্যায় ৫,১৩,১৯৮ ঘন্টা ব্যয় করেছিল ও আগ্রহী ব্যক্তিদের সঙ্গে ৩৩,৩৩৫টা গৃহ বাইবেল অধ্যয়ন পরিচালনা করেছিল, যা দেখায় যে, ভবিষ্যতে বৃদ্ধির এক উত্তম সম্ভাবনা রয়েছে।