ঘোষণাবলি
▪ নিম্নোক্ত মাসের জন্য সাহিত্য অর্পণ, নভেম্বর: বাইবেল—এই বইয়ে কোন বার্তা রয়েছে? উপযুক্ত হলে, নতুন ব্রোশারের সঙ্গে প্রাপ্তিসাধ্য অন্যান্য যেকোনো ব্রোশার অর্পণ করা যেতে পারে। ডিসেম্বর: সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন অথবা আমার বাইবেলের গল্পের বই। জানুয়ারি: বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? গৃহকর্তাদের কাছে যদি ইতিমধ্যেই এই বইটি থেকে থাকে, তাহলে প্রকাশকরা ১৯২ পৃষ্ঠার যেকোনো বই, যা বিবর্ণ হয়ে গিয়েছে অথবা ১৯৯৫ সালের আগে ছাপানো যেকোনো বই অর্পণ করতে পারে। ফেব্রুয়ারি: পারিবারিক সুখের রহস্য।