ক্ষেত্রের পরিচর্যার লক্ষণীয় বিষয়গুলো
জুন ২০১০
জুন মাসে ৩৩,৯৮১টা গৃহ বাইবেল অধ্যয়ন পরিচালনা করা হয়েছিল যা ভবিষ্যৎ বৃদ্ধির এক উত্তম সম্ভাবনার ইঙ্গিত দেয়। মানবজাতির জন্য আমাদের সৃষ্টিকর্তার উদ্দেশ্য সম্বন্ধে আরও বেশি জানতে ইচ্ছুক এমন লোকেদের সাহায্য করার জন্য ২,৮৭৯ জন নিয়মিত অগ্রগামী হিসেবে এবং ১,১৩৩ জন সহায়ক অগ্রগামী হিসেবে কাজ করেছিল।