ক্ষেত্রের পরিচর্যার লক্ষণীয় বিষয়গুলো
সেপ্টেম্বর ২০১০
আগ্রহী ব্যক্তিদের ঈশ্বরের বাক্য সম্বন্ধে শিক্ষা দেওয়ার ও তাদের আগ্রহ বৃদ্ধি করার কাজে আমরা ব্যস্ত ছিলাম। মোট ১,৫৮,৫৯২টা পুনর্সাক্ষাৎ ও ৩৩,০৩৭টা গৃহ বাইবেল অধ্যয়ন পরিচালনা করা হয়েছিল। নিয়মিত অগ্রগামীদের প্রত্যেকে গড়ে প্রায় পাঁচটা গৃহ বাইবেল অধ্যয়ন পরিচালনা করার দ্বারা এই কাজকে প্রসারিত করছে।