৩০ মে সপ্তাহের তালিকা
৩০ মে থেকে যে-সপ্তাহ শুরু
গান ৩৩ এবং প্রার্থনা
❑ মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
lv অধ্যায় ৭ অনু. ২০-২৮ (২৫ মিনিট)
❑ ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: গীতসংহিতা ২৬-৩৩ (১০ মিনিট)
নং. ১: গীতসংহিতা ৩১:৯-২৪ (৪ মিনিট বা এর চেয়ে কম সময়)
নং. ২: অকৃত্রিম নম্রতার বিষয়ে বাইবেলের উদাহরণগুলো (৫ মিনিট)
নং. ৩: অন্যদের সঙ্গে ব্যবহারের ক্ষেত্রে বিচক্ষণতা—bh পৃষ্ঠা ১৫৯ অনু. ১৩-পৃষ্ঠা ১৬১ অনু. ১৭ (৫ মিনিট)
❑ পরিচর্যা সভা:
১০ মিনিট: ঘোষণাবলি।
১৫ মিনিট: যেভাবে গবেষণা করতে হয়। পরিচর্যা বিদ্যালয় (ইংরেজি) বইয়ের ৩৩-৩৮ পৃষ্ঠার ওপর ভিত্তি করে আলোচনা। একটা সংক্ষিপ্ত স্বগতোক্তি অন্তর্ভুক্ত করুন যেখানে একজন প্রকাশক, পরিচর্যায় কোনো ব্যক্তির দ্বারা উত্থাপিত একটা প্রশ্নের উত্তর খুঁজে বের করার জন্য গবেষণার হাতিয়ারগুলো ব্যবহার করছেন।
১০ মিনিট: জুন মাসে পত্রিকাটি অর্পণ করার জন্য প্রস্তুত হোন। আলোচনা। পত্রিকাটির বিষয়বস্তু পুনরালোচনা করার জন্য এক বা দুই মিনিট নিন। এরপর দুটো বা তিনটে প্রবন্ধ বেছে নিন এবং একটা উপস্থাপনায় ব্যবহার করা যেতে পারে এমন প্রশ্ন ও শাস্ত্রপদগুলোর বিষয়ে প্রস্তাব দেওয়ার জন্য শ্রোতাদের আমন্ত্রণ জানান। কীভাবে পত্রিকাটি অর্পণ করা যেতে পারে সেটার নমুনা দেখান।
গান ৩৭ এবং প্রার্থনা