“আমার কতটা সময় রিপোর্ট করা উচিত?”
আপনি কি কখনো এই প্রশ্ন জিজ্ঞেস করেছেন? ২০০৬ সালের ডিসেম্বর মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ইনসার্টের ৮ পৃষ্ঠায় সাধারণ নির্দেশাবলি পাওয়া যায়। মাঝে মাঝে অতিরিক্ত নির্দেশনা প্রদান করা হয়ে থাকে, যেমন ২০০৮ সালের সেপ্টেম্বর মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র প্রশ্ন বাক্স-এ প্রদান করা হয়েছে। যেহেতু একেক জনের পরিস্থিতি একেকরকম, তাই আমরা নিয়মকানুনের এক দীর্ঘ তালিকা দিইনি। এই কারণে, প্রাচীনদের অথবা অন্যদের পক্ষ থেকে অতিরিক্ত নির্দেশাবলি স্থাপন করা যথার্থ হবে না।
যদি কোনো প্রশ্ন উত্থাপিত হয় এবং সেই ব্যাপারে প্রকাশিত কোনো নির্দেশনা না থাকে, তাহলে প্রত্যেক প্রকাশক এই বিষয়টা বিবেচনা করতে পারেন: সেই সময়টা কি পরিচর্যায় ব্যয় করা হয়েছিল? নাকি সেটা এমন কিছুর পিছনে ব্যয় করা হয়েছিল, যা আসলে পরিচর্যার অংশ নয়? প্রতি মাসে আমাদের ব্যক্তিগত ক্ষেত্রের পরিচর্যার রিপোর্টে আমরা যা লিখি, তা যেন বিবেককে দংশন না করে বরং আমাদের আনন্দ প্রদান করে। (প্রেরিত ২৩:১) অবশ্য, আমাদের প্রধান চিন্তার বিষয় হল, কীভাবে সময় গণনা করতে হবে সেটা নয়, বরং পরিচর্যায় পরিশ্রমী হয়ে কীভাবে আমাদের সময়কে কার্যকারীভাবে ব্যবহার করা যায়, সেটা।—ইব্রীয় ৬:১১.