প্রশ্নবাক্স
◼ মণ্ডলীর পরিচারক কমিটির একজন সদস্যের নির্দেশমত কোন নিষ্ক্রিয় ভাই বা বোনের সঙ্গে অধ্যয়ন করা কি ঠিক?
মণ্ডলীর সদস্যদের দেখাশোনা করার দায়িত্ব প্রাচীনদের। আর তার মধ্যে সেই ব্যক্তিরাও রয়েছেন যারা নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। প্রাচীনেরা এই ব্যক্তিদের সঙ্গে দেখা করেন ও ঠিক করেন যে তাদের কীধরনের ব্যক্তিগত সাহায্যের প্রয়োজন। যদি দরকার বলে মনে হয়, তাহলে একজন নিষ্ক্রিয় ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত বাইবেল অধ্যয়ন করা যেতে পারে। আমাদের পরিচর্যা সম্পন্ন করতে সংগঠিত (ইংরাজি) বইয়ের ১০৩ পৃষ্ঠায় বলা হয়েছে যে, মণ্ডলীর পরিচারক কমিটি ঠিক করবে যে কাদের সঙ্গে বাইবেল অধ্যয়ন শুরু করা যেতে পারে।
পরিচারক অধ্যক্ষ ঠিক করবেন যে কে এই ব্যক্তিকে সাহায্য করার জন্য সবচেয়ে উপযুক্ত, কোন্ বিষয় নিয়ে অধ্যয়ন করা যেতে পারে আর কোন্ প্রকাশনাটা সবচেয়ে বেশি সাহায্যকারী হবে। হয়তো যে ব্যক্তি তাকে সত্যে এনেছিলেন অথবা এমন একজন, যাকে তিনি জানেন ও সম্মান করেন তিনি অধ্যয়ন করলে ভাল হবে। একজন উপযুক্ত ও পরিপক্ব বোন হয়ত একজন নিষ্ক্রিয় বোনকে ভালভাবে সাহায্য করতে পারবেন। সাধারণত যিনি অধ্যয়ন করছেন তার সঙ্গে আর একজন প্রকাশকের যাওয়ার দরকার নেই। যেহেতু যে প্রকাশক অধ্যয়ন করছেন তাকে নিযুক্ত করা হয়েছে তাই তিনি সময়, পুনর্সাক্ষাৎ এবং একটা অধ্যয়ন হিসাবে এটাকে গুণতে পারেন।—১৯৮৭ সালের আমাদের রাজ্যের পরিচর্যা-র ১-২ পৃষ্ঠা দেখুন।
যেহেতু ছাত্র একজন বাপ্তিস্মিত ব্যক্তি তাই স্বাভাবিকভাবেই একটানা লম্বা সময় ধরে অধ্যয়ন চালিয়ে যাওয়ার প্রয়োজন নেই। তার সঙ্গে অধ্যয়ন করার উদ্দেশ্য হল তাকে মণ্ডলীর সমস্ত সভাগুলোতে আবার নিয়মিত হতে সাহায্য করা আর সুসমাচারের একজন নিয়মিত প্রকাশক করে তোলা। পরিচারক অধ্যক্ষ লক্ষ্য রাখবেন যে অধ্যয়ন কতখানি ফল উৎপন্ন করছে। এই প্রেমপূর্ণ সাহায্যের ফল হওয়া চাই যে এই ভাই ও বোনেরা যেন যিহোবার কাছ থেকে আসা তাদের নিজস্ব দায়িত্বের ভার নিজে বহন করতে পারেন আর সত্যে “বদ্ধমূল ও সংস্থাপিত” হতে পারেন।—ইফি. ৩:১৭; গালা. ৬:৫.