ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১১/০০ পৃষ্ঠা ৩
  • প্রশ্নবাক্স

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • প্রশ্নবাক্স
  • ২০০০ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যারা নিষ্ক্রিয় হয়ে পড়েছে, তাদের ভুলে যাবেন না
    ২০০৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • প্রশ্নবাক্স
    ১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • “আমার কাছে ফিরিয়া আইস”
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২০
  • তাদেরকে অবিলম্বে ফিরে আসতে সাহায্য করুন!
    ২০০৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
২০০০ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১১/০০ পৃষ্ঠা ৩

প্রশ্নবাক্স

▪ অনেক দিন ধরে মিটিং, প্রচারে আসা বন্ধ করে দিয়েছেন এমন একজন ব্যক্তিকে কীভাবে আবার প্রচারে বেরতে সাহায্য করা যেতে পারে?

একজন ব্যক্তি যিনি মিটিং, প্রচারে আসা বন্ধ করে দিয়েছিলেন তিনি যখন যিহোবার সেবা করার জন্য আবার প্রচারে বেরনোর ইচ্ছা দেখান তখন তা খুবই আনন্দের বিষয়। (লূক ১৫:​৪-৬) হতে পারে যে এই ব্যক্তি বিরোধিতার জন্য বা চাপে পড়ে নিজে নিজে বাইবেল অধ্যয়ন করা, মিটিংয়ে আসা ও প্রচারে যাওয়া ছেড়ে দিয়েছিলেন। কীভাবে আমরা এইরকম ব্যক্তিকে সাহায্য করতে পারি যাতে করে তিনি আবার সত্যে উন্নতি করতে পারেন?

আমরা নিজেরা এগিয়ে গিয়ে তার সঙ্গে কথা বলে তাকে ভরসা দিতে পারি যে আমরা এখনও তাকে ভালবাসি। প্রাচীনরা তার অবস্থা বুঝে যত তাড়াতাড়ি পারেন তাকে সাহায্য করার চেষ্টা করবেন। (যাকোব ৫:​১৪, ১৫) ব্যক্তি যদি খুব বেশি দিন ধরে মিটিং, প্রচার আসা বন্ধ না করে থাকেন, তাহলে প্রাচীন একজন অভিজ্ঞ প্রকাশককে প্রচারে তাকে সাহায্য করার জন্য বলতে পারেন। কিন্তু ব্যক্তি যদি বেশ অনেক দিন ধরে মণ্ডলীর সঙ্গে কোনরকম যোগাযোগ না রাখেন, তাহলে তার হয়তো আরও বেশি সাহায্যের দরকার। তার বিশ্বাস মজবুত করার ও সত্যের প্রতি তার ভালবাসা বাড়ানোর জন্য তার সঙ্গে একটা উপযুক্ত বই নিয়ে বাইবেল অধ্যয়নও করা যেতে পারে। তাই যদি করতে হয়, তাহলে পরিচারক অধ্যক্ষ একজন অভিজ্ঞ প্রকাশককে এই ব্যক্তির সঙ্গে বাইবেল অধ্যয়ন করতে বলবেন। (ইব্রীয় ৫:​১২-১৪; ১৯৯৮ সালের নভেম্বর মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র প্রশ্নবাক্স দেখুন।) আপনি যদি এমন কাউকে জানেন যার এইরকম সাহায্যের দরকার, তাহলে মণ্ডলীর পরিচারক অধ্যক্ষের সঙ্গে কথা বলুন।

অনেক দিন ধরে মিটিং, প্রচার বন্ধ করে দিয়েছেন এমন একজন ব্যক্তিকে আবার প্রচারে বেরতে বলার আগে, দুজন প্রাচীনের তার সঙ্গে কথা বলা দরকার। কারণ তারা দেখবেন যে এই ব্যক্তি প্রচারে বেরনোর জন্য যোগ্য কিনা। এই সময় তারা সেই একই নিয়ম মেনে চলবেন যা তারা একজন নতুন ব্যক্তিকে প্রকাশক করার আগে করেন। (১৯৮৮ সালের ১৫ই নভেম্বর প্রহরীদুর্গ (ইংরেজি) এর ১৭ পৃষ্ঠা দেখুন।) যিনি এতদিন ধরে মণ্ডলীর সঙ্গে কোন যোগাযোগ রাখেননি তার অবশ্যই প্রচার করার জন্য বা লোকেদের কাছে সুসমাচার নিয়ে যাওয়ার জন্য অন্তর থেকে ইচ্ছা থাকা উচিত। এছাড়াও আমাদের পরিচর্যা (ইংরেজি) বইয়ের ৯৮-৯ পৃষ্ঠায় যে শর্তগুলো দেওয়া আছে সেগুলো তার মেনে চলা দরকার আর নিয়মিতভাবে মিটিংয়েও আসা উচিত।

এইভাবে প্রতিদিন ঈশ্বরের সেবায় লেগে থাকলে তা সেই ব্যক্তির বিশ্বাসকে মজবুত করবে ও তিনি ঈশ্বরের সঙ্গে আরও কাছের সম্পর্ক গড়ে তুলতে পারবেন। আর এতে তিনি অনন্ত জীবনের পথে চলতে পারবেন। (মথি ৭:১৪; ইব্রীয় ১০:​২৩-২৫) যদি তিনি “সম্পূর্ণ যত্ন প্রয়োগ” করে ভাল গুণগুলো নিজের মধ্যে গড়ে তোলেন, তাহলে তিনি জীবনে আবারও কখনও খ্রীষ্টের “অলস কি ফলহীন” শিষ্য হয়ে পড়বেন না।​—⁠২ পিতর ১:​৫-৮.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার