যারা নিষ্ক্রিয় হয়ে পড়েছে, তাদের ভুলে যাবেন না
১ আপনি কি এমন কাউকে জানেন, যিনি নিষ্ক্রিয় হয়ে পড়েছেন? সম্ভবত তিনি মণ্ডলীর সঙ্গে মেলামেশা বন্ধ করে দিয়েছেন এবং ভেসে চলে বা দূরে সরে গিয়েছেন। আপনি হয়তো ঘরে ঘরে পরিচর্যায় রত থাকার সময়ে এইরকম একজন ব্যক্তির সান্নিধ্যে এসেছেন। আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে, সেই নিষ্ক্রিয় ব্যক্তিটি তখনও আমাদের আধ্যাত্মিক ভাই বা বোন। আমরা তার প্রতি আমাদের ভালবাসাকে নিশ্চিত করতে আর মণ্ডলীতে এবং ‘আমাদের প্রাণের পালক ও অধ্যক্ষের কাছে’ ফিরে আসার জন্য তাকে সাহায্য করতে চাই।—১ পিতর ২:২৫.
২ আগ্রহ দেখান: নিষ্ক্রিয় হয়ে পড়েছেন এমন ব্যক্তির সঙ্গে টেলিফোনে সংক্ষেপে কথা বলা অথবা তার সঙ্গে সাক্ষাৎ করা হয়তো তাকে এই আশ্বাস দিতে পারে যে, আমরা তাকে ভুলে যাইনি। আমরা কী বলতে পারি? আমরা তার সম্বন্ধে চিন্তা করছি, সেই ব্যক্তিকে শুধুমাত্র একথা জানানোর দ্বারাই আমরা হয়তো তাকে উৎসাহিত করতে পারি। কথাবার্তা ইতিবাচক ও গঠনমূলক রাখুন। (ফিলি. ৪:৮) আমরা হয়তো এমন কোনো বিষয়ের কথা উল্লেখ করতে পারি, যেটা আমরা সম্প্রতি কোনো একটা সভায় উপভোগ করেছি। এ ছাড়া, আমরা তাকে আসন্ন কোনো সভা অথবা সম্মেলনে আমন্ত্রণ জানাতে পারি এবং তার জন্য আসন সংরক্ষণ করে রাখার কিংবা একই গাড়িতে সঙ্গে করে নিয়ে যাওয়ার প্রস্তাব দিতে পারি।
৩ কুড়ি বছরেরও বেশি সময় ধরে নিষ্ক্রিয় হয়ে পড়েছিলেন এমন একজন বোনকে প্রচারের এলাকায় গিয়ে পাওয়া গিয়েছিল। যদিও তিনি বাইবেল অধ্যয়ন করতে অনিচ্ছুক ছিলেন কিন্তু যে-বোন তাকে খুঁজে পেয়েছিলেন, তিনি ক্রমাগত তার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং তাকে নতুন পত্রিকাগুলো দিয়ে এসেছিলেন। জেলা সম্মেলনের পর, সেই প্রকাশক নিষ্ক্রিয় বোনের সঙ্গে সম্মেলনের কিছু মুখ্য বিষয় নিয়ে আলোচনা করেছিলেন আর পরিশেষে সেই নিষ্ক্রিয় বোন পুনরায় সক্রিয় হয়ে উঠেছিলেন।
৪ যখন কেউ ফিরে আসেন: একজন নিষ্ক্রিয় ভাই যখন সভাগুলোতে আসতে শুরু করেন, তখন তার সঙ্গে আমাদের কেমন ব্যবহার করা উচিত? যে-শিষ্যরা কিছু সময়ের জন্য যিশুকে পরিত্যাগ করেছিল, তাদের সঙ্গে তিনি কেমন ব্যবহার করেছিলেন? তিনি তাদেরকে উষ্ণভাবে তাঁর ‘ভ্রাতৃগণ’ বলে উল্লেখ করেছিলেন এবং তাদের প্রতি আস্থা দেখিয়েছিলেন। এমনকি তিনি তাদের একটা গুরুত্বপূর্ণ কার্যভারও দিয়েছিলেন। (মথি ২৮:১০, ১৮, ১৯) এর অল্প কিছুদিন পরেই, তারা ‘ক্ষান্ত না হইয়া’ সুসমাচার ঘোষণা করার কাজে ব্যস্ত ছিল।—প্রেরিত ৫:৪২.
৫ নিষ্ক্রিয় হয়ে পড়েছেন এমন কাউকে বাইবেল অধ্যয়ন করানোর প্রস্তাব দেওয়ার আগে অথবা অনেক দিন ধরে নিষ্ক্রিয় হয়ে পড়েছেন এমন একজন ভাই বা বোনকে আমাদের সঙ্গে পরিচর্যায় আমন্ত্রণ জানানোর আগে, প্রাচীনদের কাছ থেকে আমাদের নির্দেশনা চাওয়া উচিত। প্রচারের এলাকায় গিয়ে আমাদের যদি একজন নিষ্ক্রিয় প্রকাশকের সঙ্গে সাক্ষাৎ হয়, তা হলে প্রাচীনদেরকে আমাদের সেটা জানানো উচিত, যাতে তারা প্রয়োজনীয় সাহায্য প্রদান করতে পারে।
৬ বাইবেল স্পষ্টভাবে যেমন দেখায় যে, যারা নিরূপিত পথের শেষ পর্যন্ত দৌড়ায়, কেবল তারাই পরিত্রাণ পাবে। (মথি ২৪:১৩) তাই, যারা বিঘ্ন পেয়েছে অথবা দূরে সরে গিয়েছে, তাদের কথা খেয়াল রাখুন। এই ধরনের ব্যক্তিদের প্রতি অকৃত্রিম আগ্রহ দেখানোর দ্বারা আমরা যদি ধৈর্যের সঙ্গে যিহোবার প্রেমকে প্রতিফলিত করি, তা হলে আমরা হয়তো আমাদের সঙ্গে তাদেরকে পবিত্র সেবা পুনরায় শুরু করতে দেখার আনন্দ উপভোগ করতে পারব।—লূক ১৫:৪-১০.
[অধ্যয়ন প্রশ্নাবলি]
১. যারা নিষ্ক্রিয় হয়ে পড়েছে তাদেরকে উৎসাহিত করার জন্য কেন আমাদের তাদের প্রতি হাত বাড়িয়ে দেওয়া উচিত?
২. আমরা কীভাবে একজন নিষ্ক্রিয় ব্যক্তিকে উৎসাহ প্রদান করতে পারি?
৩. কীভাবে একজন বোন পুনরায় সক্রিয় হয়ে উঠেছিলেন?
৪. সভাগুলোতে যোগদান করার দ্বারা যে-ব্যক্তি পুনরায় মেলামেশা করা শুরু করেন, তার সঙ্গে আমাদের কেমন ব্যবহার করা উচিত?
৫. এমন পরিস্থিতিগুলো উল্লেখ করুন, যেখানে নিষ্ক্রিয় কোনো ব্যক্তির সম্বন্ধে প্রাচীনদের সঙ্গে আমাদের কথা বলা উচিত।
৬. যারা নিষ্ক্রিয় হয়ে পড়েছে তাদেরকে সাহায্য করার ফলে আমরা কোন আনন্দ উপভোগ করতে পারি?