ক্ষেত্রের পরিচর্যার লক্ষণীয় বিষয়গুলো
জানুয়ারি ২০১১
আপনারা এটা জেনে আনন্দিত হবেন যে, জানুয়ারি মাসে ভারতের প্রকাশকদের সংখ্যা এক নতুন শীর্ষে পৌঁছেছে। মোট ৩৩,৩২০ জন প্রকাশক ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট করেছিল। এ ছাড়া, আমরা ৩,০৭৭ জন নিয়মিত অগ্রগামীর ও সেইসঙ্গে পত্রিকার অর্পণের ক্ষেত্রেও শীর্ষ সংখ্যা দেখেছিলাম, যেটার মোট সংখ্যা ছিল ১,৯৮,৪৬০.