৮ আগস্ট সপ্তাহের তালিকা
৮ আগস্ট থেকে যে-সপ্তাহ শুরু
গান ৩৬ এবং প্রার্থনা
❑ মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
lv অধ্যায় ১০ অনু. ১৬-২৪ (২৫ মিনিট)
❑ ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: গীতসংহিতা ৯২-১০১ (১০ মিনিট)
নং. ১: গীতসংহিতা ৯৪:১-২৩ (৪ মিনিট বা এর চেয়ে কম সময়)
নং. ২: জ্ঞান ও বিশ্বাস প্রয়োজন—bh পৃষ্ঠা ১৭৬ অনু. ৫-৭ (৫ মিনিট)
নং. ৩: ধনের মায়ার বিরুদ্ধে সতর্ক থাকুন—মথি ১৩:২২ (৫ মিনিট)
❑ পরিচর্যা সভা:
৫ মিনিট: ঘোষণাবলি।
১০ মিনিট: গৃহকর্তার প্রতি আগ্রহ দেখান। মথি ৮:২, ৩ এবং লূক ৭:১১-১৫ পদের ওপর ভিত্তি করে শ্রোতাদের সঙ্গে আলোচনা। আমরা যখন আন্তরিকতার সঙ্গে ব্যক্তিগত আগ্রহ দেখাই, তখন কেন লোকেরা আরও সহজে আমাদের কথা শোনে? কীভাবে আমরা গৃহকর্তার আগ্রহ এবং উদ্বেগগুলো সম্বন্ধে জানতে পারি? একজন বয়স্ক ব্যক্তি, একজন কিশোর বা কিশোরী, একজন কলেজ ছাত্র বা ছাত্রী, একজন বাবা অথবা মা কিংবা একজন অসুস্থ অথবা শোকার্ত ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করার সময়, কীভাবে ব্যক্তিগত আগ্রহ দেখানো যেতে পারে?
১০ মিনিট: বাইবেল অধ্যয়ন শুরু করার অভিজ্ঞতাগুলো। পরিচর্যা অধ্যক্ষের দ্বারা আলোচনা। মাসের প্রথম শনিবারে বাইবেল অধ্যয়ন শুরু করার ব্যবস্থাকে সমর্থন করার জন্য মণ্ডলীর প্রশংসা করুন। শ্রোতারা যে-অভিজ্ঞতাগুলো লাভ করেছে, সেই সম্বন্ধে বলার জন্য তাদেরকে আমন্ত্রণ জানান। একটা অথবা দুটো উল্লেখযোগ্য অভিজ্ঞতাকে হয়তো পুনরায় অভিনয় করে দেখানো যেতে পারে।
১০ মিনিট: “ঈশ্বরের নাম পবিত্র বলিয়া মান্য হউক।” প্রশ্নোত্তর। জানা থাকলে সীমা সম্মেলনের তারিখ সম্বন্ধে ঘোষণা করুন।
গান ২ এবং প্রার্থনা