ক্ষেত্রের পরিচর্যার লক্ষণীয় বিষয়গুলো
এপ্রিল ২০১১
২০১১ সালের পরিচর্যা বছরে, আমাদের দেশের কাজের ওপর যিহোবার প্রচুর আশীর্বাদ লক্ষ করা গিয়েছিল। স্মরণার্থ সভায় ৯৪,৯৫৪ জন উপস্থিত হয়েছিল যেটা গত বছরের উপস্থিতির চেয়ে ৮.৫ শতাংশ বেশি। এপ্রিল মাসে বিশেষ কাজের জন্য ১৭,২২২ জন সহায়ক অগ্রগামীর কাজে অংশ নেওয়ার দ্বারা ভালো সমর্থন জুগিয়েছিল। আমরা ৩৪,৯১২ জন প্রকাশকের, ৩,২০৬ জন নিয়মিত অগ্রগামীর এবং ৪১,৫৫৪টা বাইবেল অধ্যয়নের এক নতুন শীর্ষ সংখ্যায় পৌঁছেছি।