৩১ অক্টোবর সপ্তাহের তালিকা
৩১ অক্টোবর থেকে যে-সপ্তাহ শুরু
গান ৪৯ এবং প্রার্থনা
❑ মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
lv অধ্যায় ১৪ অনু. ১০-১৪, ১৮৮-১৮৯ পৃষ্ঠায় দেওয়া বাক্স, পরিশিষ্ট পৃষ্ঠা ২৫৪-২৫৫ (২৫ মিনিট)
❑ ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: হিতোপদেশ ২২-২৬ (১০ মিনিট)
ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা (২০ মিনিট)
❑ পরিচর্যা সভা:
১০ মিনিট: ঘোষণাবলি। “এটা কোন অবস্থায় রয়েছে?” বক্তৃতা। নভেম্বর মাসের প্রথম শনিবারে কীভাবে একটা বাইবেল অধ্যয়ন শুরু করা যেতে পারে সেটার নমুনা দেখানোর জন্য এই বক্তৃতার পর ৮ পৃষ্ঠায় নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনাটি ব্যবহার করুন।
১৫ মিনিট: পরিচর্যায় ব্যক্তিগত উত্তম বেশভূষার মূল্য। ২০০২ সালের ১ আগস্ট প্রহরীদুর্গ পত্রিকার ১৭ পৃষ্ঠার ১১ অনুচ্ছেদ থেকে ১৮ পৃষ্ঠার ১৪ অনুচ্ছেদের ওপর ভিত্তি করে একজন প্রাচীনের দ্বারা আলোচনা।
১০ মিনিট: নভেম্বর মাসে পত্রিকাটি অর্পণ করার জন্য প্রস্তুত হোন। আলোচনা। আপনার এলাকায় আগ্রহ জাগিয়ে তুলতে পারে এমন প্রবন্ধগুলোর কয়েকটাকে তুলে ধরার জন্য এক বা দুই মিনিট সময় নিন। আগ্রহ জাগিয়ে তোলার মতো কোনো প্রশ্নের বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য শ্রোতাদের আমন্ত্রণ জানান আর তারপর কোন শাস্ত্রপদটি পড়া যেতে পারে সেই বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য বলুন। কীভাবে পত্রিকাটি অর্পণ করা যেতে পারে সেটার নমুনা দেখান।
গান ৪ এবং প্রার্থনা