ক্ষেত্রের পরিচর্যার লক্ষণীয় বিষয়গুলো
জুন ২০১১
জুন মাসে ৩,১৬৮ জন নিয়মিত অগ্রগামীর প্রত্যেকে গড়ে ৫টা করে গৃহ বাইবেল অধ্যয়ন পরিচালনা করেছিল। মোট ৩৭,০৫৬টা বাইবেল অধ্যয়ন পরিচালনা করা দেখায় যে, বাইবেলের জীবনরক্ষাকারী বার্তার প্রতি ব্যাপক আগ্রহ রয়েছে।