ক্ষেত্রের পরিচর্যার লক্ষণীয় বিষয়গুলো
জুলাই ২০১১
এই মাসে পরিচর্যায় আগ্রহী ব্যক্তিদের কাছে ২,২৭,০২৩টা সাহিত্য অর্পণ করা হয়েছিল। আমাদের প্রকাশনাগুলোতে বাইবেলের যে-গুরুত্বপূর্ণ সত্যগুলো ব্যাখ্যা করা হয়েছে, অনেকে সেগুলোর প্রতি সাড়া দিচ্ছে। আমরা আশা করি যে, এই ব্যক্তিরা যিহোবাকে উপাসনা করায় আমাদের সঙ্গে যোগ দেবে।