১২ মার্চ সপ্তাহের তালিকা
১২ মার্চ থেকে যে-সপ্তাহ শুরু
গান ১৫ এবং প্রার্থনা
❑ মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
যিহোবার নিকটবর্তী হোন অধ্যায় ৪ অনু. ১৭-২৩, ৪৫ পৃষ্ঠায় দেওয়া বাক্স (২৫ মিনিট)
❑ ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: যিরমিয় ৫-৭ (১০ মিনিট)
নং. ১: যিরমিয় ৫:১৫-২৫ (৪ মিনিট বা এর চেয়ে কম সময়)
নং. ২: যিশু ঈশ্বরের রাজ্য সম্বন্ধে শিক্ষা দেন—bm পৃষ্ঠা ২০ খণ্ড ১৭ (৫ মিনিট)
নং. ৩: কীভাবে যিহোবা তাঁর লোকেদেরকে সেই বিপদগুলো থেকে রক্ষা করেন যেগুলো তাঁর সঙ্গে তাদের সম্পর্ককে নষ্ট করে দিতে পারে? (৫ মিনিট)
❑ পরিচর্যা সভা:
৫ মিনিট: ঘোষণাবলি।
১০ মিনিট: আপনার সন্তানদের যিহোবাকে ভালোবাসতে শিক্ষা দিন—প্রার্থনা। ২০০৭ সালের ১ সেপ্টেম্বর প্রহরীদুর্গ পত্রিকার ২৭ পৃষ্ঠার ৫-৭ অনুচ্ছেদের ওপর ভিত্তি করে বক্তৃতা।
১০ মিনিট: ঈশ্বরের উদ্দেশে নিয়ত স্তববলি উৎসর্গ করুন। (ইব্রীয় ১৩:১৫) ২০১০ সালের আগস্ট মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৬ পৃষ্ঠায় দেওয়া বাক্সের ওপর ভিত্তি করে আলোচনা। শ্রোতারা যা শিখতে পেরেছে, সেটার ওপর মন্তব্য করতে তাদেরকে আমন্ত্রণ জানান।
১০ মিনিট: ‘ইহা করিও।’ প্রশ্নোত্তর। মণ্ডলীকে স্মরণার্থ সভার সময় এবং স্থান সম্বন্ধে জানান।
গান ৫ এবং প্রার্থনা