ঘোষণাবলি
▪ নিম্নোক্ত মাসের জন্য সাহিত্য অর্পণ, মার্চ: বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? প্রথম সাক্ষাতেই বাইবেল অধ্যয়নগুলো শুরু করার চেষ্টা করুন। গৃহকর্তাদের কাছে ইতিমধ্যেই যদি বই থেকে থাকে এবং বাইবেল অধ্যয়নের প্রস্তাব গ্রহণ না করে, তাহলে প্রকাশকরা হয়তো কোনো পুরোনো পত্রিকা অথবা ব্রোশার দিতে পারে, যেগুলো ব্যক্তির আগ্রহ নিয়ে আলোচনা করে। এপ্রিল এবং মে: প্রহরীদুর্গ পত্রিকা। যদি আগ্রহ দেখায় আপনি কী সত্য জানতে চান? ট্র্যাক্টটি উপস্থাপন করে একটা বাইবেল অধ্যয়ন শুরু করার প্রচেষ্টা করুন। যারা স্মরণার্থ সভায় অথবা অন্যান্য ঐশিক উপলক্ষ্যে উপস্থিত হয়েছিল কিন্তু মণ্ডলীর সঙ্গে সক্রিয়ভাবে মেলামেশা করছে না, তাদের সঙ্গে বাইবেল শিক্ষা বইটি ব্যবহার করে বাইবেল অধ্যয়ন শুরু করার বিষয়ে মনোযোগ দিন। জুন: বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? প্রথম সাক্ষাতেই বাইবেল অধ্যয়নগুলো শুরু করার চেষ্টা করুন। গৃহকর্তাদের কাছে ইতিমধ্যেই যদি বই থেকে থাকে এবং বাইবেল অধ্যয়নের প্রস্তাব গ্রহণ না করে, তাহলে প্রকাশকরা হয়তো পুরোনো কোনো পত্রিকা অথবা ব্রোশার দিতে পারে, যেটা ব্যক্তির আগ্রহ নিয়ে আলোচনা করে।
▪ ২০১২ সালে, ৫ এপ্রিল, বৃহস্পতিবার স্মরণার্থ সভা অনুষ্ঠিত হবে। আপনার মণ্ডলীতে যদি সাধারণত বৃহস্পতিবারে সভা অনুষ্ঠিত হয়ে থাকে, তাহলে সেই সভা সপ্তাহের অন্য দিনে করতে হবে যদি কিংডম হল ব্যবহার করার সুযোগ থাকে। তা করা যদি সম্ভব না হয় আর আপনাদের পরিচর্যা সভা যদি বাদ পড়ে, তাহলে যে-অংশগুলো আপনার মণ্ডলীর জন্য বিশেষভাবে প্রয়োজনীয়, সেগুলো হয়তো অন্য পরিচর্যা সভাতে সেই সভার বিষয়বস্তুর সঙ্গে সমন্বয় করা যেতে পারে।
▪ নতুন যে-প্রকাশনাগুলো পাওয়া যাচ্ছে:
ঈশ্বরের কথা শুনুন এবং চিরকাল বেঁচে থাকুন —ওড়িয়া, মণিপুরি
ঈশ্বরের কথা শুনুন —ওড়িয়া, মণিপুরি
▪ যে-প্রকাশনাগুলো আবারও পাওয়া যাচ্ছে:
“সেই উত্তম দেশ দেখুন” —কান্নাড়া, তামিল, তেলুগু, মালায়ালাম, হিন্দি
সমস্ত জাতির লোকেদের জন্য সুসমাচার —কান্নাড়া, তামিল, তেলুগু, মালায়ালাম, হিন্দি