২৬ মার্চ সপ্তাহের তালিকা
২৬ মার্চ থেকে যে-সপ্তাহ শুরু
গান ৪৯ এবং প্রার্থনা
❑ মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
যিহোবার নিকটবর্তী হোন অধ্যায় ৫ অনু. ৯-১৭ (২৫ মিনিট)
❑ ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: যিরমিয় ১২-১৬ (১০ মিনিট)
নং. ১: যিরমিয় ১৩:১-১৪ (৪ মিনিট বা এর চেয়ে কম সময়)
নং. ২: যিশু এক সুদূরপ্রসারী ভবিষ্যদ্বাণী প্রদান করেন—bm পৃষ্ঠা ২২ খণ্ড ১৯ (৫ মিনিট)
নং. ৩: স্মরণার্থ সভার প্রতীকগুলো কী চিত্রিত করে? (৫ মিনিট)
❑ পরিচর্যা সভা:
৫ মিনিট: ঘোষণাবলি। মণ্ডলীকে জানান যে, এখনও কোন কোন এলাকায় স্মরণার্থ সভার আমন্ত্রণপত্র বিতরণের কাজ বাকি রয়েছে।
১০ মিনিট: অতিথিসেবা ভুলে যাবেন না। (ইব্রীয় ১৩:১, ২) একজন প্রাচীনের দ্বারা বক্তৃতা। স্মরণার্থ সভার জন্য স্থানীয় আয়োজন সম্বন্ধে পুনরালোচনা করুন। সকলে যেভাবে উপস্থিত আমন্ত্রিত ব্যক্তিদের এবং নিষ্ক্রিয় প্রকাশকদেরকে আতিথেয়তা দেখাতে পারে, সেই বিষয়ে বিভিন্ন উপায় সম্বন্ধে বলুন। সংক্ষেপে দুই অংশের একটা নমুনা দেখান। প্রথমে দেখান যে, একজন প্রকাশক কার্যক্রম শুরু হওয়ার আগে এমন কাউকে স্বাগত জানাচ্ছেন, যিনি অভিযানের সময় আমন্ত্রণপত্র পেয়েছিলেন। এরপর, দেখান যে, সেই প্রকাশক কার্যক্রমের শেষে আগ্রহী ব্যক্তির আগ্রহকে আরও বৃদ্ধি করার ব্যবস্থা করেন।
২০ মিনিট: আপনাদের সন্তানদেরকে যিহোবাকে ভালোবাসতে শিক্ষা দিন—অধ্যয়ন। ২০০৭ সালের ১ সেপ্টেম্বর প্রহরীদুর্গ পত্রিকার ২৭ ও ২৮ পৃষ্ঠার ৮-১২ অনুচ্ছেদের ওপর ভিত্তি করে আলোচনা।
গান ১৫ এবং প্রার্থনা