পরিচালকগোষ্ঠীর কাছ থেকে একটা চিঠি
প্রিয় সহযিহোবার সাক্ষিরা:
প্রিয় যিহোবার বিশ্বস্ত দাসেরা, আপনাদের কাছে লিখতে পারা আমাদের জন্য অনেক আনন্দের বিষয় আর বর্তমানে আপনাদের সংখ্যা ৭০ লক্ষেরও বেশি। যখন পৃথিবীর আরেক অংশের কোনো সহবিশ্বাসীর সঙ্গে আপনার দেখা হয়, তখন সঙ্গেসঙ্গেই আপনি সেই সহবিশ্বাসীর জন্য এক বিশেষ ভালোবাসার বন্ধন অনুভব করেন। (যোহন ১৩:৩৪, ৩৫) কোনো সন্দেহ নেই যে, আপনি যখন বর্ষপুস্তক (ইংরেজি) থেকে বিভিন্ন রোমাঞ্চকর বিবরণ পড়েন, তখন বিভিন্ন দেশে আপনার ভাইবোনদের বিশ্বস্ততা এবং আনুগত্য আপনাকে এক বিশেষ ধরনের বন্ধনের অনুভূতি প্রদান করে।
বিশ্বব্যাপী রিপোর্ট দেখায় যে, আপনাদের মধ্যে বিরাট সংখ্যক ব্যক্তি পারিবারিক উপাসনার কার্যক্রমকে গুরুত্বের সঙ্গে নিচ্ছে। আপনাদের মধ্যে যাদের ছোটো ছেলে-মেয়ে রয়েছে, তারা ছোটোদের মনোযোগকে কেন্দ্রীভূত করে তা ধরে রাখার জন্য বিভিন্ন আগ্রহজনক পদ্ধতি ব্যবহার করছে। (ইফি. ৬:৪) এই আধ্যাত্মিক কার্যক্রমের ফলে, দম্পতিরা একে অপরের আরও নিকটবর্তী হচ্ছে। (ইফি. ৫:২৮-৩৩) প্রকৃতপক্ষে, ব্যক্তিবিশেষ এবং পরিবারগুলো এই ব্যবস্থায় ঈশ্বরের বাক্য গভীরভাবে অধ্যয়ন করার মাধ্যমে উপকার লাভ করছে।—যিহো. ১:৮, ৯.
সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগের কারণে যারা বিভিন্ন ক্ষতির শিকার হয়েছে, তাদের জন্য আমরা সমবেদনা অনুভব করি। এই সুযোগে আমরা সেই সমস্ত ব্যক্তিদেরকে ধন্যবাদ জানাই, যারা উদ্যোগ সহকারে সেই দুর্যোগের সময় ত্রাণ কাজে যোগ দিয়েছিল। (প্রেরিত. ১১:২৮-৩০; গালা. ৬:৯, ১০) এ ছাড়াও, প্রত্যেকটা মণ্ডলীতে আপনাদের মতো এমন ভাইবোনেরা রয়েছে, যারা অন্যদের বস্তুগত চাহিদাকে লক্ষ করে সেই চাহিদা পূর্ণ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছিল। প্রাচীনকালের দর্কার মতো আপনারাও “নানা সৎক্রিয়া ও দানকার্য্যে ব্যাপৃতা ছিলেন।” (প্রেরিত ৯:৩৬) এই বিষয়ে নিশ্চিত থাকুন যে, যিহোবা আপনাদের এই কাজ লক্ষ করেন এবং সেই অনুযায়ী তিনি আপনাদেরকে প্রতিদান দেবেন।—মথি ৬:৩, ৪.
কোনো কোনো দেশে এমন ব্যক্তিরা আপনাদের অধিকারকে খর্ব করে, যারা “বিধান দ্বারা উপদ্রব রচনা” করার মাধ্যমে আইনের অপব্যবহার করে থাকে। (গীত. ৯৪:২০-২২) যিশু তাড়নার বিষয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন। তাই, এটা বুঝতে পেরে আপনারা সাহসের সঙ্গে ধৈর্য বজায় রাখছেন এবং আশ্রয়ের জন্য যিহোবার ওপর নির্ভর করছেন। (যোহন ১৫:১৯, ২০) প্রিয় ভাই ও বোনেরা, এই বিষয়ে নিশ্চিত থাকুন যে, আমরা সবসময় আমাদের প্রার্থনায় আপনাদের বিষয়ে উল্লেখ করে থাকি, যেন যারা আপনাদেরকে ‘অন্তরস্থ প্রত্যাশার হেতু জিজ্ঞাসা করে, তাহাদেরকে উত্তর দিতে সর্ব্বদা প্রস্তুত থাকেন।’—১ পিতর ৩:১৩-১৫.
আমরা আপনাদের মতো লক্ষ লক্ষ ব্যক্তিদের আন্তরিক প্রশংসা করি, যারা শয়তানের ক্রমাগত কলুষিত প্রভাব এবং সেগুলো ছড়িয়ে দেওয়ার জন্য তার ধূর্ত কলাকৌশল সত্ত্বেও বছরের পর বছর ধরে নিজেদেরকে নৈতিক দিক দিয়ে শুচি রেখেছেন। একই সময়ে জগতের নৈতিক মান যখন আরও নীচের দিকে নেমে যাচ্ছে, তখন আপনারা ‘প্রভুতে ও তাঁহার শক্তির পরাক্রমে বলবান্ হচ্ছেন।’ (ইফি. ৬:১০) ‘ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা পরিধান করিয়াছেন,’ বলে আপনারা “দিয়াবলের নানাবিধ চাতুরীর” সম্মুখে দৃঢ়ভাবে দাঁড়িয়ে রয়েছেন। (ইফি. ৬:১১, ১২) মনে রাখবেন যে, যিহোবা আপনাদের উদাহরণ ব্যবহার করে শয়তানের টিটকারির যথার্থ উত্তর দেন!—হিতো. ২৭:১১.
আমরা এটা জেনে খুবই আনন্দিত যে, ২০১১ সালে আমাদের প্রভুর মৃত্যুর স্মরণার্থ সভাতে সর্বমোট ১,৯৩,৭৪,৭৩৭ জন ব্যক্তি উপস্থিত ছিল। এই লক্ষণীয় সংখ্যক ব্যক্তিদের উপস্থিতির কারণ হল, গত বছর এপ্রিল মাসে সহায়ক অগ্রগামী হিসেবে কাজ করার বিষয়ে আমন্ত্রণের প্রতি আপনাদের সাড়া প্রদান। পৃথিবীর লক্ষ লক্ষ ব্যক্তি যিহোবার অনুগত সাক্ষিদের কাছ থেকে যিহোবার উদ্দেশে করা একতাবদ্ধ প্রশংসার স্বর শুনতে পেরেছিল! (রোমীয় ১০:১৮) আপনি হয়তো সেই ২৬,৫৭,৩৭৭ জন ব্যক্তির মধ্যে একজন ছিলেন, যারা সেই মাসে সহায়ক অগ্রগামী হিসেবে কাজ করেছিল অথবা আপনি কোনো না কোনো উপায়ে আপনার কাজকে বাড়ানোর জন্য প্রচেষ্টা করেছিলেন। যেটাই করুন না কেন, আপনারা প্রত্যেকেই পরিচালকগোষ্ঠীকে অনেক আনন্দিত করেছেন কারণ আপনারা সেই কাজের জন্য ইচ্ছুক এবং উদ্যোগী মনোভাব দেখিয়েছিলেন।—গীত. ১১০:৩; কল. ৩:২৩.
গত বছর ২,৬৩,১৩১ জন নতুন ব্যক্তি যিহোবার কাছে তাদের উৎসর্গীকরণের প্রতীক স্বরূপ বাপ্তিস্ম নিয়েছিল। এর জন্য আমরা যিহোবাকে ধন্যবাদ জানাই এবং আপনাদের সবাইকে আমাদের সঙ্গে অন্যদের কাছে এই আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাই, যে-আমন্ত্রণে বলা আছে: “আইস। যে শুনে, সেও বলুক, আইস। আর যে পিপাসিত, সে আইসুক; যে ইচ্ছা করে, সে বিনামূল্যেই জীবন-জল গ্রহণ করুক।” (প্রকা. ২২:১৭) বিশেষভাবে, ২০১১ সালের জেলা সম্মেলনে ঈশ্বরের প্রতিষ্ঠিত রাজ্যের বিভিন্ন দিক বিবেচনা করার পর, আমরা আগের যেকোনো সময়ের চেয়ে এখন আরও দৃঢ় অনুভূতি নিয়ে বলি “ঈশ্বরের রাজ্য আইসুক!” “আমি শীঘ্র আসিতেছি,” যিশুর এই আশ্বাসের দ্বারা উদ্দীপিত হয়ে আমরা সর্বান্তঃকরণে প্রেরিত যোহনের এই প্রতিক্রিয়ার সঙ্গে সুর মেলাই: “আমেন; প্রভু যীশু, আইস।”—প্রকা. ২২:২০.
প্রিয় ভাই ও বোনেরা, সেই রোমাঞ্চকর ঘটনার জন্য জেগে থাকার সময় দয়া করে নিশ্চিত থাকবেন যে, আমরা আপনাদের প্রত্যেককে ভালোবাসি, যারা “কার্য্যে ও সত্যে” যিহোবার প্রতি আপনাদের ভালোবাসার প্রমাণ দিচ্ছেন!—১ যোহন ৩:১৮.
আপনাদের ভাইয়েরা,
যিহোবার সাক্ষিদের পরিচালকগোষ্ঠী