ক্ষেত্রের পরিচর্যার লক্ষণীয় বিষয়গুলো
অক্টোবর ২০১১
ভারত শাখার অধীনস্থ এলাকাগুলোতে “ঈশ্বরের রাজ্য আইসুক!” জেলা সম্মেলনে যিহোবার প্রচুর আশীর্বাদ পরিলক্ষিত হয়েছিল, যেখানে সব মিলিয়ে উপস্থিতির সংখ্যা ছিল ৫৬,১৬১. জনসমক্ষে যারা তাদের উৎসর্গীকরণের বিষয়টা প্রকাশ করেছে, তাদের সংখ্যা ছিল ৯১৮. মোট ৩৮টি সম্মেলন ১৩টা ভাষায় অনুষ্ঠিত হয়েছিল।