২৮ মে সপ্তাহের তালিকা
২৮ মে থেকে যে-সপ্তাহ শুরু
গান ১৪ এবং প্রার্থনা
❑ মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
যিহোবার নিকটবর্তী হোন অধ্যায় ৮ অনু. ৯-১৬ (২৫ মিনিট)
❑ ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: যিরমিয় ৪৯-৫০ (১০ মিনিট)
নং. ১: যিরমিয় ৪৯:২৮-৩৯ (৪ মিনিট বা এর চেয়ে কম সময়)
নং. ২: কীভাবে যিহোবার নাম “দৃঢ় দুর্গ”?—হিতো. ১৮:১০ (৫ মিনিট)
নং. ৩: বাইবেলের বার্তা—এক সারাংশ—bm পৃষ্ঠা ৩১ (৫ মিনিট)
❑ পরিচর্যা সভা:
১০ মিনিট: ঘোষণাবলি। জুন মাসের সাহিত্য অর্পণের বিষয়ে উল্লেখ করুন এবং একটা উপস্থাপনার নমুনা দেখানোর ব্যবস্থা করুন।
২৫ মিনিট: “আপনাদের সন্তানরা কি প্রস্তুত?” প্রশ্নোত্তর। স্কুলে খ্রিস্টানরা মুখোমুখি হয়ে থাকে এমন কিছু নির্দিষ্ট প্রতিদ্বন্দ্বিতা সম্বন্ধে বলতে বাবা-মা ও অল্পবয়সিদের আমন্ত্রণ জানান। ৩ অনুচ্ছেদ আলোচনা করার পর, একটা মহড়া পর্বের নমুনা দেখান যেখানে বাবা একজন শিক্ষকের ভূমিকা পালন করেন এবং সন্তান তার কাছে ব্যাখ্যা করে যে, কেন সে ক্লাসের কোনো আপত্তিকর কার্যভার বা কাজকর্মে অংশ নিতে পারবে না।
গান ৪৫ এবং প্রার্থনা