ক্ষেত্রের পরিচর্যার লক্ষণীয় বিষয়গুলো
এপ্রিল ২০১২
এপ্রিল মাসের শেষে নিয়মিত অগ্রগামীদের এক নতুন শীর্ষ সংখ্যা ছিল ৩,৫৩৩ জন। বর্তমানে আমাদের ২৭ জন অস্থায়ী বিশেষ অগ্রগামী রয়েছে, যাদের মধ্যে অধিকাংশই এমন এলাকাগুলোতে সত্যের বীজ বপন করা শুরু করেছে যে-এলাকাগুলোতে আগে কাজ করা হয়নি।