২৯ অক্টোবর সপ্তাহের তালিকা
২৯ অক্টোবর থেকে যে-সপ্তাহ শুরু
গান ১০ এবং প্রার্থনা
❑ মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
যিহোবার নিকটবর্তী হোন অধ্যায় ১৬ অনু. ১০-১৫ (৩০ মিনিট)
❑ ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: হোশেয় ৮-১৪ (১০ মিনিট)
ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা (২০ মিনিট)
❑ পরিচর্যা সভা:
১৫ মিনিট: “যেভাবে আপনার ক্ষেত্রের পরিচর্যার দল থেকে উপকার লাভ করা যায়।” প্রশ্নোত্তর। ৬ পৃষ্ঠায় দেওয়া বাক্স আলোচনা করার সময়, সংক্ষেপে এমন কারো সাক্ষাৎকার নিন, যার বাড়িতে ক্ষেত্রের পরিচর্যার সভাগুলো হয়ে থাকে। প্রতি সপ্তাহে তার বাড়িতে যাতে এই সভাগুলো হতে পারে, তার জন্য তিনি কীভাবে প্রস্তুতি নিয়ে থাকেন? কেন তিনি তার বাড়িতে এই সভাগুলো হওয়ার বিশেষ সুযোগকে উপলব্ধি করেন?
১৫ মিনিট: “একটা বাইবেল অধ্যয়ন খুঁজে পাওয়ার পাঁচটা উপায়।” প্রশ্নোত্তর। ৬ অনুচ্ছেদ আলোচনা করার পর, একটা উন্নতিশীল বাইবেল অধ্যয়ন পরিচালনা করার ফলে আনন্দ লাভ করেছে, এমন ব্যক্তিদের মন্তব্য করার জন্য আমন্ত্রন জানান।
গান ৩১ এবং প্রার্থনা