ঘোষণাবলি
◼ নিম্নোক্ত মাসের জন্য সাহিত্য অর্পণ, নভেম্বর ও ডিসেম্বর: নিম্নোক্ত যেকোনো একটা ট্র্যাক্ট ব্যবহার করুন: সমস্ত দুঃখকষ্ট শীঘ্রই শেষ হবে!, পারিবারিক জীবন উপভোগ করুন, শান্তিপূর্ণ নতুন জগতে জীবন বসবাস, এই জগৎ কি রক্ষা পাবে?, আপনি কি সত্য জানতে চান? যদি আগ্রহ থাকে, তাহলে বাইবেল শিক্ষা দেয় বই বা ঈশ্বরের কথা শুনুন বা ঈশ্বরের কথা শুনুন এবং চিরকাল বেঁচে থাকুন নামক ব্রোশারগুলোর একটা ব্যবহার করে বাইবেল অধ্যয়নের একটা নমুনা দেখান। জানুয়ারি ও ফেব্রুয়ারি: নিম্নোক্ত যেকোনো ৩২ পৃষ্ঠার ব্রোশার ব্যবহার করুন: যেভাবে দায়িত্ববান সন্তান গড়ে তোলা যায় (br-1110-BE), বাইবেল—এই বইয়ে কোন বার্তা রয়েছে?, আল্লাহ্র হেদায়েত—আমাদের জন্য ফিরদৌসে যাওয়ার রাস্তা, আপনি ঈশ্বরের বন্ধু হতে পারেন!, জীবনের উদ্দেশ্য কী?—আপনি কিভাবে তা পেতে পারেন? পুনর্সাক্ষাৎ করার সময় বাইবেল শিক্ষা দেয় বই কিংবা ব্যক্তির প্রয়োজন অনুযায়ী আরও উপযুক্ত হলে, ঈশ্বরের কথা শুনুন বা ঈশ্বরের কথা শুনুন এবং চিরকাল বেঁচে থাকুন নামক ব্রোশারের মধ্যে যেকোনো একটা ব্রোশারের সঙ্গে পরিচয় করিয়ে দিন এবং একটা বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য চেষ্টা করুন।