৩ ডিসেম্বর সপ্তাহের তালিকা
৩ ডিসেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
গান ১ এবং প্রার্থনা
❑ মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
যিহোবার নিকটবর্তী হোন অধ্যায় ১৮ অনু. ১-১০ (৩০ মিনিট)
❑ ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: নহূম ১–হবক্কূক ৩ (১০ মিনিট)
নং. ১: হবক্কূক ২:১-১৪ (৪ মিনিট বা এর চেয়ে কম সময়)
নং. ২: কেন দৃঢ়প্রত্যয়ের সঙ্গে সত্য কথা বলবেন?—২ তীম. ১:৭, ৮ (৫ মিনিট)
নং. ৩: মুক্তির মূল্য কী?—bh পৃষ্ঠা ৪৭ অনু. ১-পৃষ্ঠা ৫০ অনু. ৮ (৫ মিনিট)
❑ পরিচর্যা সভা:
১০ মিনিট: ডিসেম্বর মাসে ট্র্যাক্টগুলো অর্পণ করার বিভিন্ন উপায়। আলোচনা। পারিবারিক জীবন উপভোগ করুন ট্র্যাক্টটি কেন আপনার এলাকায় আগ্রহজনক হবে, সেই বিষয়ে ৩০ থেকে ৬০ সেকেন্ডের মধ্যে বর্ণনা করুন। মজুত রয়েছে এবং আপনার এলাকায় উপযুক্ত হবে এমন যেকোনো ট্র্যাক্টের শিরোনাম উল্লেখ করুন। এরপর, আগ্রহ জাগিয়ে তোলার মতো কোনো প্রশ্ন জিজ্ঞেস করার বিষয়ে পরামর্শ দেওয়ার আর তারপর কোন শাস্ত্রপদটি পড়া যায়, সেই বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য শ্রোতাদেরকে আমন্ত্রণ জানান। কীভাবে ট্র্যাক্টটি অর্পণ করা যেতে পারে, সেটার নমুনা দেখান।
১০ মিনিট: স্থানীয় প্রয়োজন।
১০ মিনিট: ট্র্যাক্টগুলো অর্পণ করার বিভিন্ন অভিজ্ঞতা। পরিচর্যা অধ্যক্ষের দ্বারা আলোচনা। নভেম্বর মাসে ট্র্যাক্টগুলো অর্পণ করে শ্রোতারা যে-অভিজ্ঞতাগুলো লাভ করেছে, সেগুলো তাদেরকে বলতে বলুন। কীভাবে তারা ঘরে ঘরে প্রচারে ট্র্যাক্টগুলো তুলে ধরতে সফল হয়েছিল, দু-জন প্রকাশককে সেটার নমুনা প্রদর্শন করে দেখাতে বলুন।
গান ৪৪ এবং প্রার্থনা