নিজেকে সীমাবদ্ধ রাখবেন না —ব্যস্ত তালিকার সঙ্গে মোকাবিলা করা
১. কেন কেউ কেউ বাইবেল অধ্যয়নের প্রস্তাব দিতে ইতস্ততবোধ করে?
১ ব্যস্ত তালিকা থাকার কারণে কেউ কেউ বাইবেল অধ্যয়নের প্রস্তাব দিতে ইতস্ততবোধ করে। একজন বাইবেল ছাত্রের যত্ন নেওয়ার জন্য সময়ের প্রয়োজন। অধ্যয়নের জন্য প্রস্তুতি নেওয়ার, সেটা পরিচালনা করার এবং ছাত্রের ব্যক্তিগত বাধাগুলো কাটিয়ে উঠতে সাহায্য করার জন্য সময়ের প্রয়োজন। প্রেরিত পৌল বলেছিলেন যে, তিনি থিষলনীকীর লোকেদেরকে যিহোবা সম্বন্ধে জানতে সাহায্য করার জন্য নিজেকে বিলিয়ে দিয়েছিলেন। (১ থিষল. ২:৭, ৮) কীভাবে আমরা এমনকী ব্যস্ত তালিকা থাকা সত্ত্বেও, একটা বাইবেল অধ্যয়ন পরিচালনা করতে পারি?
২. আমরা যেভাবে আমাদের সময় ব্যবহার করি, তা কীভাবে যিহোবার প্রতি আমাদের ভালোবাসাকে প্রভাবিত করে?
২ উপাসনা করার জন্য সময়ের প্রয়োজন: একটা সাধারণ সত্য হল যে, উপাসনা করার জন্য সময়ের প্রয়োজন। উদাহরণস্বরূপ, আমরা নিয়মিতভাবে সভাগুলোতে উপস্থিত থাকার, পরিচর্যায় অংশ নেওয়ার, বাইবেল পড়ার এবং প্রার্থনা করার জন্য সময় করে নিই। একজন ব্যস্ত বিবাহিত দম্পতি তার সাথির সঙ্গে সময় কাটানোর জন্য আনন্দের সঙ্গে সময় করে নেবেন। আমরা যিহোবাকে ভালোবাসি বলে তাঁকে উপাসনা করার জন্য আনন্দের সঙ্গে আমাদের আরও কতই না সময় ‘কিনিয়া লওয়া’ দরকার। (ইফি. ৫:১৫-১৭; ১ যোহন ৫:৩) যিশুর কথা অনুসারে, শিষ্য তৈরি করার কাজ হল আমাদের উপাসনার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। (মথি ২৮:১৯, ২০) এই বিষয়ে গভীরভাবে চিন্তা করা আমাদেরকে বাইবেল অধ্যয়ন পরিচালনা করার দায়িত্ব গ্রহণ করা থেকে বিরত না হতে সাহায্য করবে।
৩. বিভিন্ন পরিস্থিতির কারণে পরিচর্যার জন্য আমাদের তালিকা এমনকী যদি বিঘ্নিতও হয়, তবুও কীভাবে আমরা একটা বাইবেল অধ্যয়নের যত্ন নিতে পারি?
৩ কিন্তু আমাদের তালিকা যদি চাকরি, দীর্ঘস্থায়ী অসুস্থতা অথবা ঈশতান্ত্রিক কার্যভারগুলোর কারণে বিঘ্নিত হয়, তাহলে কী? কিছু প্রকাশক যাদেরকে মাঝে-মধ্যে দূরে যেতে হয়, তারা টেলিফোন অথবা কম্পিউটারের মাধ্যমে তাদের অধ্যয়ন পরিচালনা করে। দীর্ঘস্থায়ী অসুস্থতার কারণে যাদের তালিকা বিঘ্নিত হয়েছে, তারা অধ্যয়নের জন্য ছাত্রকে তাদের বাড়িতে আসার ব্যবস্থা করেছে। কেউ কেউ তাদের অনুপস্থিতিতে, বিকল্প হিসেবে তাদের অধ্যয়ন পরিচালনা করার জন্য একজন নির্ভরযোগ্য প্রকাশকের ব্যবস্থা করেছে।
৪. বাইবেল অধ্যয়নের কাজে অংশ নেওয়ার ফলে কোন আশীর্বাদগুলো লাভ করা যায়?
৪ অন্যদেরকে সত্য শিখতে সাহায্য করার জন্য পৌল তার সময় ও শক্তি ব্যয় করে অনেক আনন্দ লাভ করেছিলেন। (প্রেরিত ২০:৩৫) তিনি যখন থিষলনীকীতে তার পরিশ্রমের ফলের বিষয়ে চিন্তা করেছিলেন, তখন তিনি যিহোবাকে ধন্যবাদ জানাতে অনুপ্রাণিত হয়েছিলেন। (১ থিষল. ১:২) আমরা যদি এক ব্যস্ত তালিকার দ্বারা বাইবেল অধ্যয়নের কাজে অংশ নেওয়ার ক্ষেত্রে নিজেদেরকে সীমাবদ্ধ হতে না দিই, তাহলে পরিচর্যায় আমাদের আনন্দ ও পরিতৃপ্তি বৃদ্ধি পেতে পারে।