ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w24 নভেম্বর পৃষ্ঠা ৩১
  • প্রতি সপ্তাহে অধ্যয়ন করার জন্য কী করব?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • প্রতি সপ্তাহে অধ্যয়ন করার জন্য কী করব?
  • প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৪
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • পারিবারিক তালিকা—পারিবারিক অধ্যয়ন
    ২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • নিজেকে সীমাবদ্ধ রাখবেন না —ব্যস্ত তালিকার সঙ্গে মোকাবিলা করা
    ২০১২ আমাদের রাজ্যের পরিচর্যা
  • আপনি যেভাবে অধ্যয়ন করেন, তাতে উন্নতি করুন!
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৯
  • পারিবারিক অধ্যয়ন যা আনন্দ নিয়ে আসে
    ১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৪
w24 নভেম্বর পৃষ্ঠা ৩১
একজন বোন ব্যক্তিগত অধ্যয়ন করছেন। তার সামনে একটা নোটবুক এবং ল্যাপটপ খোলা আছে, যেটাতে “ঈশ্বরের বাক্য অধ্যয়নের জন্য এক সহায়িকা” পুস্তিকা দেখানো হয়েছে। এই তালিকায় “দানিয়েলের দ্বারা ভবিষ্যদ্‌বাণীকৃত বিশ্বশক্তিগুলো” দেখানো হয়েছে।

প্রতি সপ্তাহে অধ্যয়ন করার জন্য কী করব?

আপনার কি প্রতি সপ্তাহে ব্যক্তিগত অধ্যয়ন করা কঠিন বলে মনে হয় অথবা একঘেয়ে লাগে? আমাদের সবার কখনো-না-কখনো এমনটা মনে হয়। কিন্তু একটু চিন্তা করুন, এমন অনেক কাজ রয়েছে, যেটা আমরা প্রতি সপ্তাহে কিংবা প্রতিদিন করি, যেমন আমরা প্রতিদিন স্নান করি। স্নান করার জন্য সময় ও প্রচেষ্টার প্রয়োজন হয়। তবে, স্নান করার পর আমরা অনেক সতেজ হই। একইভাবে, আমরা যখন বাইবেল অধ্যয়ন করি, তখন আমরা “ঈশ্বরের বাক্যের জল দ্বারা ধুয়ে” নিজেদের সতেজ করি। (ইফি. ৫:২৬) আসুন দেখি, প্রতি সপ্তাহে অধ্যয়ন করার জন্য আমরা কী করতে পারি।

  • তালিকা তৈরি করুন। ব্যক্তিগত অধ্যয়ন হল, ‘বেশি গুরুত্বপূর্ণ বিষয়গুলোর’ মধ্যে একটা। (ফিলি. ১:১০) তাই, প্রত্যেক খ্রিস্টানকে ক্রমাগত অধ্যয়ন করতে হবে। আপনি কোন সময়ে অধ্যয়ন করবেন, তা চাইলে লিখে রাখতে পারেন। এরপর আপনি সেই তালিকাটা এমন জায়গায় লাগাতে পারেন, যেটা আপনি সহজেই দেখতে পাবেন, যেমন ফ্রিজের দরজায়। অথবা আপনি আপনার ফোনে অ্যালার্ম দিয়ে রাখতে পারেন, যাতে অধ্যয়নের আগে সেটা আপনাকে মনে করিয়ে দেয়।

  • চিন্তা করুন, আপনি কতক্ষণ ধরে অধ্যয়ন করবেন। আপনার কি টানা এক ঘণ্টা ধরে অধ্যয়ন করতে ভালো লাগে? না কি আপনার অল্প সময় ধরে অধ্যয়ন করতে ভালো লাগে? আপনি জানেন, আপনার জন্য কোনটা ভালো হবে, তাই সেই অনুযায়ী অধ্যয়ন করুন। ধরুন, আপনার অধ্যয়ন করার সময় হয়ে গিয়েছে, কিন্তু আপনার তা করতে ইচ্ছা করছে না, তা হলেও অন্ততপক্ষে ১০ মিনিট অবশ্যই তা করুন। ১০ মিনিটেও আপনি অনেক কিছু শিখতে পারেন। আর কে জানে, এরপর আপনার হয়তো আরও অধ্যয়ন করতে ইচ্ছা করবে!—ফিলি. ২:১৩.

  • চিন্তা করুন, আপনি কী নিয়ে অধ্যয়ন করবেন। আপনি যদি আগে থেকে চিন্তা না করেন, আপনি কী নিয়ে অধ্যয়ন করবেন, তা হলে আপনি “সময়কে সর্বোত্তম উপায়ে ব্যবহার” করতে পারবেন না। (ইফি. ৫:১৬) তাই, এটা লিখে রাখা ভালো হবে যে, আপনি কোন প্রবন্ধ পড়বেন কিংবা কী নিয়ে অধ্যয়ন করবেন। আপনি আরেকটা বিষয়ও করতে পারেন। যখনই আপনার মনে কোনো প্রশ্ন আসে, তখনই আপনি সেটা লিখে রাখতে পারেন। অথবা অধ্যয়ন করার সময় আপনার মনে যদি এমন কোনো প্রশ্ন আসে, যেটার বিষয়ে আপনি আরও জানতে চান, সেটাও লিখে রাখুন। এমনটা করলে অধ্যয়ন করার জন্য আপনার কাছে অনেক বিষয় থাকবে।

  • রদবদল করার জন্য প্রস্তুত থাকুন। হতে পারে, আপনি যে-সময়ে কিংবা যে-বিষয়ে অধ্যয়ন করবেন বলে ভেবেছিলেন, তা করতে পারেননি। এই ক্ষেত্রে রদবদল করার জন্য প্রস্তুত থাকুন। এই বিষয়টা গুরুত্বপূর্ণ যে, আপনি কখন অধ্যয়ন করছেন, কী নিয়ে অধ্যয়ন করছেন এবং কতক্ষণ ধরে অধ্যয়ন করছেন। কিন্তু, এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হল, আপনি যেন প্রতি সপ্তাহে অধ্যয়ন করেন।

আমরা যদি প্রতি সপ্তাহে অধ্যয়ন করি, তা হলে আমরা অনেক উপকার লাভ করব। আমরা যিহোবার আরও নিকটবর্তী হব, সঠিক সিদ্ধান্ত নিতে পারব এবং সতেজতা লাভ করব।—যিহো. ১:৮.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার