৭ জানুয়ারি সপ্তাহের তালিকা
৭ জানুয়ারি থেকে যে-সপ্তাহ শুরু
গান ১১ এবং প্রার্থনা
❑ মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
যিহোবার নিকটবর্তী হোন অধ্যায় ১৯ অনু. ১৮-২৩, ১৯৮ পৃষ্ঠায় দেওয়া বাক্স (৩০ মিনিট)
❑ ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: মথি ১-৬ (১০ মিনিট)
নং. ১: মথি ৫:২১-৩২ (৪ মিনিট বা এর চেয়ে কম সময়)
নং. ২: মৃত্যুতে প্রকৃতপক্ষে কী ঘটে থাকে?—bh পৃষ্ঠা ৫৭ অনু. ১-পৃষ্ঠা ৫৮ অনু. ৬ (৫ মিনিট)
নং. ৩: যিহোবাকে “তোমার অংশ” করা বলতে কী বোঝায়—গণনা. ১৮:২০ (৫ মিনিট)
❑ পরিচর্যা সভা:
১০ মিনিট: জানুয়ারি মাসে পত্রিকাটি অর্পণ করার বিভিন্ন উপায়। আলোচনা। জানুয়ারি থেকে মার্চ মাসের প্রহরীদুর্গ পত্রিকাটি কেন আপনাদের এলাকার জন্য আগ্রহজনক, সেই বিষয়ে ৩০ থেকে ৬০ সেকেন্ডের মধ্যে বর্ণনা করুন। এরপর, প্রচ্ছদের প্রবন্ধটি ব্যবহার করে শ্রোতাদেরকে আগ্রহজনক কোনো প্রশ্ন তুলে ধরার জন্য আমন্ত্রণ জানান আর তার পর কোন শাস্ত্রপদ পড়া যায়, সেই বিষয়েও বলার জন্য আমন্ত্রণ জানান। কীভাবে পত্রিকাটি অর্পণ করা যেতে পারে, সেটার নমুনা দেখান।
১০ মিনিট: স্থানীয় প্রয়োজন।
১০ মিনিট: এক পরিচ্ছন্ন কিংডম হল যিহোবার সম্মান নিয়ে আসে। একজন প্রাচীন বক্তৃতা দেবেন। যিহোবা হলেন পবিত্র ঈশ্বর আর তাই তাঁর লোকেদের মধ্যে শারীরিক পরিচ্ছন্নতা এক অগ্রাধিকারের বিষয় হওয়া উচিত। (যাত্রা. ৩০:১৭-২১; ৪০:৩০-৩২) আমাদের উপাসনাস্থল পরিচ্ছন্ন এবং সুন্দর অবস্থায় রাখার মাধ্যমে আমরা যিহোবার গৌরব বয়ে নিয়ে আসি। (১ পিতর ২:১২) কিংডম হলের বাহ্যিক অবস্থার ফলে কীভাবে এলাকার লোকেদের কাছে সাক্ষ্যদান করা গিয়েছে, সেই বিষয়ে স্থানীয় অথবা পত্রিকায় প্রকাশিত বিভিন্ন অভিজ্ঞতা বর্ণনা করুন। যে-ভাই পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণ কাজের স্থানীয় ব্যবস্থাগুলো সুশৃঙ্খলভাবে দেখাশোনা করেন, তার সাক্ষাৎকার নিন। কিংডম হলের পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণ কাজে সকলকে অংশ নেওয়ার জন্য উৎসাহিত করুন।
গান ১৩ এবং প্রার্থনা