৪ ফেব্রুয়ারি সপ্তাহের তালিকা
৪ ফেব্রুয়ারি থেকে যে-সপ্তাহ শুরু
গান ৩৪ এবং প্রার্থনা
❑ মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
যিহোবার নিকটবর্তী হোন অধ্যায় ২১ অনু. ৯-১৫ (৩০ মিনিট)
❑ ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: মথি ২২-২৫ (১০ মিনিট)
নং. ১: মথি ২৩:২৫-৩৯ (৪ মিনিট বা এর চেয়ে কম)
নং. ২: যে-কারণে মানুষ মারা যায়—বাইবেল শিক্ষা দেয় পৃষ্ঠা ৬১ অনু. ৯-পৃষ্ঠা ৬৩ অনু. ১৪ (৫ মিনিট)
নং. ৩: বাইবেলের কোন উদাহরণগুলো হিতোপদেশ ৩:৫ পদে লিপিবদ্ধ প্রজ্ঞার বিষয়ে তুলে ধরে? (৫ মিনিট)
❑ পরিচর্যা সভা:
১৫ মিনিট: ফেব্রুয়ারি মাসে পত্রিকাটি অর্পণ করার বিভিন্ন উপায়। আলোচনা। জানুয়ারি থেকে মার্চ মাসের সচেতন থাক! পত্রিকাটি কেন আপনাদের এলাকার জন্য আগ্রহজনক, সেই বিষয়ে ৩০ থেকে ৬০ সেকেন্ডের মধ্যে বর্ণনা করুন। এরপর, শ্রোতাদেরকে সচেতন থাক! পত্রিকার প্রচ্ছদ ব্যবহার করে আগ্রহজনক বিভিন্ন প্রশ্ন তুলে ধরার জন্য আমন্ত্রণ জানান আর তার পর কোন শাস্ত্রপদ পড়া যায়, সেই বিষয়েও বলার জন্য আমন্ত্রণ জানান। কীভাবে পত্রিকাটি অর্পণ করা যেতে পারে, সেটার নমুনা দেখান।
১৫ মিনিট: স্থানীয় প্রয়োজন।
গান ১৫ এবং প্রার্থনা