১১ মার্চ সপ্তাহের তালিকা
১১ মার্চ থেকে যে-সপ্তাহ শুরু
গান ১৮ এবং প্রার্থনা
❑ মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
যিহোবার নিকটবর্তী হোন অধ্যায় ২৩ অনু. ১-৯ (৩০ মিনিট)
❑ ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: মার্ক ১৩-১৬ (১০ মিনিট)
নং. ১: মার্ক ১৪:২২-৪২ (৪ মিনিট বা এর চেয়ে কম সময়)
নং. ২: স্মরণার্থ সভার তাৎপর্য কী?—লূক ২২:১৯; যোহন ৩:১৬ (৫ মিনিট)
নং. ৩: স্মরণার্থ সভার প্রতীকগুলো কী চিত্রিত করে?—মথি ২৬:২৬-২৮ (৫ মিনিট)
❑ পরিচর্যা সভা:
১০ মিনিট: আমরা কী শিখতে পারি? আলোচনা। মথি ১০:৭-১০ ও লূক ১০:১-৪ পদ পড়ার জন্য বলুন। কীভাবে এই বিবরণগুলো আমাদের পরিচর্যায় আমাদেরকে সাহায্য করতে পারে, তা বিবেচনা করুন।
১০ মিনিট: আপনার পরিচর্যাকে বাড়ানোর উপায়গুলো—১ম ভাগ। ২০০১ সালের আগস্ট মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৮ পৃষ্ঠায় দেওয়া প্রবন্ধটির ওপর ভিত্তি করে আলোচনা। এক বা দু-জন প্রকাশকের সাক্ষাৎকার নিন, যারা পূর্ণসময়ের পরিচর্যাকে বেছে নিয়েছে। তাদেরকে কোন প্রতিদ্বন্দ্বিতাগুলো কাটিয়ে উঠতে হয়েছে? কীভাবে তাদের পরিবার বা মণ্ডলী তাদেরকে সাহায্য করেছে? তারা কোন আশীর্বাদগুলো উপভোগ করেছে?
১০ মিনিট: “আনন্দিত হৃদয়ে স্মরণার্থ সভার জন্য প্রস্তুত হোন।” প্রশ্নোত্তর। স্মরণার্থ সভার জন্য স্থানীয় ব্যবস্থাদি সম্বন্ধে পুনরালোচনা করুন। স্থানীয় এলাকায় আমন্ত্রণপত্র কতটা বিতরণ করা হয়েছে, তা জানান।
গান ৮ এবং প্রার্থনা