২৫ মার্চ সপ্তাহের তালিকা
২৫ মার্চ থেকে যে-সপ্তাহ শুরু
গান ৫০ এবং প্রার্থনা
❑ মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
যিহোবার নিকটবর্তী হোন অধ্যায় ২৩ অনু. ১৯-২৩, ২৩৯ পৃষ্ঠায় দেওয়া বাক্স (৩০ মিনিট)
❑ ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: লূক ৪-৬ (১০ মিনিট)
নং. ১: লূক ৪:২২-৩৯ (৪ মিনিট বা এর চেয়ে কম সময়)
নং. ২: পুনরুত্থানের বিবরণগুলো থেকে আমরা কী শিখতে পারি?—বাইবেল শিক্ষা দেয় পৃষ্ঠা ৭০ অনু. ১১-পৃষ্ঠা ৭১ অনু. ১৫ (৫ মিনিট)
নং. ৩: যিশু যে পুনরুত্থিত হয়েছিলেন, তার কী প্রমাণ রয়েছে?—১ করি. ১৫:৩-৭ (৫ মিনিট)
❑ পরিচর্যা সভা:
৫ মিনিট: মাসের প্রথম শনিবারে একটা বাইবেল অধ্যয়ন শুরু করুন। নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনাটি ব্যবহার করে, কীভাবে এপ্রিল মাসের প্রথম শনিবারে একটা বাইবেল অধ্যয়ন শুরু করা যেতে পারে, তা দেখান। সকলকে অংশ নিতে উৎসাহ দিন।
২৫ মিনিট: “ঈশ্বরের কাছ থেকে সুসমাচার! ব্রোশারটি যেভাবে ব্যবহার করা যায়।” প্রশ্নোত্তর। ৬ অনুচ্ছেদ আলোচনা করার সময়, দুটো নমুনা দেখানোর ব্যবস্থা করুন।
গান ১৭ এবং প্রার্থনা