ঘোষণাবলি
▪ নিম্নোক্ত মাসের জন্য সাহিত্য অর্পণ, মার্চ ও এপ্রিল: প্রহরীদুর্গ পত্রিকা। পুনর্সাক্ষাৎ করার সময় বাইবেল শিক্ষা দেয় বই কিংবা ব্যক্তির প্রয়োজন অনুযায়ী আরও উপযুক্ত হলে, ঈশ্বরের কথা শুনুন বা ঈশ্বরের কথা শুনুন এবং চিরকাল বেঁচে থাকুন নামক ব্রোশারের মধ্যে যেকোনো একটা ব্রোশারের সঙ্গে পরিচয় করিয়ে দিন এবং একটা বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য চেষ্টা করুন। মে ও জুন: নিম্নোক্ত যেকোনো একটা ট্র্যাক্ট ব্যবহার করুন: সমস্ত দুঃখকষ্ট শীঘ্রই শেষ হবে!, পারিবারিক জীবন উপভোগ করুন, শান্তিপূর্ণ নতুন জগতে জীবন বসবাস, এই জগৎ কি রক্ষা পাবে?, আপনি কি সত্য জানতে চান? যদি আগ্রহ থাকে, তাহলে বাইবেল শিক্ষা দেয় বই বা ঈশ্বরের কথা শুনুন বা ঈশ্বরের কথা শুনুন এবং চিরকাল বেঁচে থাকুন নামক ব্রোশারগুলোর একটা ব্যবহার করে বাইবেল অধ্যয়নের একটা নমুনা দেখান।
▪ ২০১৩ সালে, ২৬ মার্চ, মঙ্গলবার স্মরণার্থ সভা অনুষ্ঠিত হবে। আপনার মণ্ডলীতে যদি সাধারণত মঙ্গলবারে সভা অনুষ্ঠিত হয়ে থাকে, তাহলে সেই সভা সপ্তাহের অন্য দিনে করতে হবে যদি কিংডম হল ব্যবহার করার সুযোগ থাকে। আপনাদের পরিচর্যা সভা যদি বাদ পড়ে, তাহলে প্রাচীনগোষ্ঠীর কোঅর্ডিনেটর হয়তো সেই তালিকায় রদবদল করতে পারেন, যাতে যে-অংশগুলো আপনার মণ্ডলীর জন্য বিশেষভাবে প্রযোজ্য, সেগুলো সেই মাসের অন্য কোনো পরিচর্যা সভায় আলোচনা করা যেতে পারে। সীমা অধ্যক্ষের পরিদর্শন আছে এমন মন্ডলীগুলোতে, সাধারণত মঙ্গলবারের সন্ধ্যায় যে-সভা হয়ে থাকে সেটা পরিদর্শন চলাকালীন সপ্তাহের অন্য কোনো সন্ধ্যায় করা উচিত।
▪ নতুন যে-প্রকাশনাগুলো পাওয়া যাচ্ছে:
খ্রিস্টান গ্রিক শাস্ত্রের নতুন জগৎ অনুবাদ—ডিভিডিতে —আমেরিকান সাংকেতিক ভাষা
যিহোবার উদ্দেশে গান গাও —নেপালি
বাইবেল—এই বইয়ে কোন বার্তা রয়েছে? —মণিপুরি
ঈশ্বরের কথা শুনুন —মিজো, মণিপুরি
‘বিশ্বাস দ্বারা চলুন, বাহ্য দৃশ্য দ্বারা নয়’—ডিভিডিতে —ইংরেজি, তামিল, নেপালি, মালায়ালাম, হিন্দি
শ্রবণ করো, বাধ্য হও ও আশীর্বাদ লাভ করো—ডিভিডিতে —আমেরিকান সাংকেতিক ভাষা, ইংরেজি, কান্নাড়া, তামিল, তেলুগু, নেপালি, বাংলা, মারাঠি, মালায়ালাম, হিন্দি
ঈশ্বরের কাছ থেকে সুসমাচার!—ডিভিডিতে —আমেরিকান সাংকেতিক ভাষা
আজকে কারা যিহোবার ইচ্ছা পালন করছে?—ডিভিডিতে —আমেরিকান সাংকেতিক ভাষা
▪ যে-প্রকাশনাগুলো আবারও পাওয়া যাচ্ছে:
ঈশ্বরের কাছ থেকে সুসমাচার! —ইংরেজি, কান্নাড়া, গুজরাটি, তামিল, তেলুগু, নেপালি, পাঞ্জাবি, বাংলা, মারাঠি, মালায়ালাম, মিজো, হিন্দি
আজকে কারা যিহোবার ইচ্ছা পালন করছে? —ইংরেজি, কান্নাড়া, গুজরাটি, তামিল, তেলুগু, নেপালি, নিকোবারি, পাঞ্জাবি, বাংলা, মারাঠি, মালায়ালাম, মিজো, হিন্দি
যিহোবার সাক্ষিরা—বিশ্বাস কার্যরত, ২য় ভাগ: দীপ্তি প্রকাশিত হবে—ডিভিডিতে —ইংরেজি