১ এপ্রিল সপ্তাহের তালিকা
১ এপ্রিল থেকে যে-সপ্তাহ শুরু
গান ৪৮ এবং প্রার্থনা
❑ মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
যিহোবার নিকটবর্তী হোন অধ্যায় ২৪ অনু. ১-১০ (৩০ মিনিট)
❑ ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: লূক ৭-৯ (১০ মিনিট)
নং. ১: লূক ৭:১৮-৩৫ (৪ মিনিট বা এর চেয়ে কম সময়)
নং. ২: পঞ্চাশত্তমীর দিনে কোন নতুন জাতির জন্ম হয়েছিল এবং কোন উদ্দেশ্যে?—গালা. ৬:১৬; ১ পিতর ২:৯ (৫ মিনিট)
নং. ৩: কারা পুনরুত্থিত হবে?—বাইবেল শিক্ষা দেয় পৃষ্ঠা ৭১ অনু. ১৬-পৃষ্ঠা ৭৩ অনু. ২০ (৫ মিনিট)
❑ পরিচর্যা সভা:
১০ মিনিট: এপ্রিল মাসে পত্রিকাটি অর্পণ করার বিভিন্ন উপায়। আলোচনা। এপ্রিল থেকে জুন প্রহরীদুর্গ পত্রিকাটি কেন আপনার এলাকার লোকেদের কাছে আগ্রহজনক হবে, সেই বিষয়ে ৩০ থেকে ৬০ সেকেন্ডের মধ্যে বর্ণনা করুন। তারপর, প্রহরীদুর্গ পত্রিকার প্রচ্ছদের বিষয়টা ব্যবহার করে, আগ্রহ জাগিয়ে তোলার মতো কোন প্রশ্ন জিজ্ঞেস করা যেতে পারে, সেই বিষয়ে বলার জন্য শ্রোতাদের আমন্ত্রণ জানান আর এরপর কোন শাস্ত্রপদ পড়া যেতে পারে, সেই বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য বলুন। কীভাবে পত্রিকাটি অর্পণ করা যেতে পারে, সেটার নমুনা দেখান।
১০ মিনিট: স্থানীয় প্রয়োজন।
১০ মিনিট: “পরিচালকগোষ্ঠীর কাছ থেকে একটা চিঠি।” আলোচনা। বিশ্বব্যাপী রিপোর্টের উল্লেখযাগ্য দিকগুলো সম্বন্ধে মন্তব্য করতে শ্রোতাদের আমন্ত্রণ জানান।
গান ২৮ এবং প্রার্থনা