৩০ সেপ্টেম্বর সপ্তাহের তালিকা
৩০ সেপ্টেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
গান ১১ এবং প্রার্থনা
❑ মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
বাইবেলের বার্তা পাঠ ৫ (৩০ মিনিট)
❑ ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: গালাতীয় ১-৬ (১০ মিনিট)
নং. ১: গালাতীয় ১:১৮–২:১০ (৪ মিনিট বা এর চেয়ে কম সময়)
নং. ২: কোন দিক দিয়ে শয়তানের উত্থাপিত প্রতিদ্বন্দ্বিতা আপনাকেও জড়িত করে?—বাইবেল শিক্ষা দেয় পৃষ্ঠা ১১৯ অনু. ১৪-পৃষ্ঠা ১২০ অনু. ১৬ (৫ মিনিট)
নং. ৩: যে-কারণে যিহোবা উপাসনা পাওয়ার যোগ্য—প্রকা. ৪:১১ (৫ মিনিট)
❑ পরিচর্যা সভা:
১৫ মিনিট: “আপনি কি আমন্ত্রণ জানাতে পারেন?” আলোচনা। এরপর, অক্টোবর মাসের প্রথম শনিবারে কীভাবে একটা অধ্যয়ন শুরু করা যেতে পারে, সেই বিষয়ে নমুনা দেখান।
১৫ মিনিট: সুসমাচার প্রচার করার পদ্ধতিসমূহ—সমস্ত ভাষার লোকেদের কাছে সাক্ষ্য দেওয়া। ২০০৭ সালের ফেব্রুয়ারি মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৮ পৃষ্ঠার ২ অনুচ্ছেদ থেকে ৯ পৃষ্ঠার ১ অনুচ্ছেদ পর্যন্ত বিষয়ের ওপর ভিত্তি করে আলোচনা। একটা নমুনা দেখান।
গান ৪০ এবং প্রার্থনা