ঘোষণাবলি
◼ নিম্নোক্ত মাসের জন্য সাহিত্য অর্পণ, সেপ্টেম্বর ও অক্টোবর: প্রহরীদুর্গ এবং সচেতন থাক! পত্রিকা। অথবা নিম্নোক্ত যেকোনো একটা ট্র্যাক্ট: সমস্ত দুঃখকষ্ট শীঘ্রই শেষ হবে!, পারিবারিক জীবন উপভোগ করুন, শান্তিপূর্ণ নতুন জগতে জীবন বসবাস, কে প্রকৃতপক্ষে জগতকে শাসন করে? নভেম্বর: রাজ্য সংবাদ নং. ৩৮.
◼ ২০১৪ সালের স্মরণার্থ মরসুমের জন্য জনসাধারণের উদ্দেশে বিশেষ বক্তৃতা ২১ এপ্রিল থেকে যে-সপ্তাহ শুরু হবে, সেই সপ্তাহে দেওয়া হবে। বক্তৃতার বিষয় সম্বন্ধে পরে ঘোষণা করা হবে। সেই সপ্তাহান্তে যে-মণ্ডলীগুলোতে সীমা অধ্যক্ষের পরিদর্শন অথবা কোনো সম্মেলন থাকবে, সেই মণ্ডলীগুলোতে পরের সপ্তাহে বিশেষ বক্তৃতা দেওয়া হবে। ২১ এপ্রিলের আগে কোনো মণ্ডলীতে বিশেষ বক্তৃতা দেওয়া হবে না।
◼ www.jwindiagift.org ওয়েবসাইট হচ্ছে শাখা অফিসে অনলাইনে দান পাঠানোর ঠিকানা। দান করার আগে দয়া করে ওয়েবসাইটের দান সংক্রান্ত পৃষ্ঠা দেখুন।