৭ অক্টোবর সপ্তাহের তালিকা
৭ অক্টোবর থেকে যে-সপ্তাহ শুরু
গান ১৭ এবং প্রার্থনা
❑ মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
বাইবেলের বার্তা পাঠ ৬ (৩০ মিনিট)
❑ ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: ইফিষীয় ১-৬ (১০ মিনিট)
নং. ১: ইফিষীয় ৪:১-১৬ (৪ মিনিট বা এর চেয়ে কম সময়)
নং. ২: প্রথমে ঈশ্বরের ধার্মিকতার বিষয়ে চেষ্টা করার অর্থ যা বোঝায়—মথি ৬:৩৩ (৫ মিনিট)
নং. ৩: কোন আচরণ যিহোবাকে অসন্তুষ্ট করে?—বাইবেল শিক্ষা দেয় পৃষ্ঠা ১২১ অনু. ১৭-পৃষ্ঠা ১২১ অনু. ১৯, ১২২ পৃষ্ঠায় দেওয়া বাক্স (৫ মিনিট)
❑ পরিচর্যা সভা:
১০ মিনিট: অক্টোবর মাসে পত্রিকাটি অর্পণ করার বিভিন্ন উপায়। আলোচনা। অক্টোবর থেকে ডিসেম্বর মাসের প্রহরীদুর্গ পত্রিকাটি কেন আপনাদের এলাকার জন্য আগ্রহজনক, সেই বিষয়ে ৩০ থেকে ৬০ সেকেন্ডের মধ্যে তুলে ধরুন। এরপর, শ্রোতাদেরকে প্রচ্ছদ বিষয় ব্যবহার করে আগ্রহজনক বিভিন্ন প্রশ্ন তুলে ধরার জন্য আমন্ত্রণ জানান। তারপর, কোন শাস্ত্রপদ পড়া যায়, সেই বিষয়েও বলতে আমন্ত্রণ জানান। কীভাবে পত্রিকাটি অর্পণ করা যেতে পারে, সেটার নমুনা দেখান।
১০ মিনিট: স্থানীয় প্রয়োজন।
১০ মিনিট: যারা পরিশ্রম করে। (১ থিষল. ৫:১২, ১৩) দু-জন প্রাচীনের সাক্ষাৎকার নিন। মণ্ডলীতে ও অন্যান্য ক্ষেত্রে ঈশতান্ত্রিক কোন দায়িত্ব তাদের রয়েছে? জাগতিক ও পারিবারিক দায়দায়িত্বের পাশাপাশি কীভাবে তারা এই দায়িত্ব পালন করতে সক্ষম হচ্ছে? কীভাবে তারা পরিচর্যাকে অগ্রাধিকারের বিষয় করে থাকে? পরিবারের সদস্যরা কীভাবে তাদেরকে সমর্থন করে থাকে?
গান ৪২ এবং প্রার্থনা